‘মুখ্যমন্ত্রী বলে খুব এনজয় করি?’ আসল পরিস্থিতি বোঝালেন মমতা

‘মুখ্যমন্ত্রী বলে খুব এনজয় করি?’ আসল পরিস্থিতি বোঝালেন মমতা

কলকাতা:  খিদিরপুরে ভোটের প্রচারে গিয়ে জীবনের লড়াইয়ের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘অজান্তে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিতে কোনও দুঃখ নেই৷ অনেকেই ভাবেন এঁরা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হয়ে গিয়েছেন৷ এঁরা খুব এনজন করে জীবনাটা৷ সেটা এক দমই তা নয়৷ আগে যা খাটতাম৷ এখন তার চেয়ে অনেক বেশি খাটতে হয়৷’

আরও পড়ুন- ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার

তিনি বলেন, আপনারা যখন পুজোর সময় রাস্তায় ঘোরেন তখন আমাকে ফোনের কাছে বসে থাকতে হয়৷ কোথাও কোনও গন্ডগোল হল কিনা৷ সেখানে কী করতে হবে৷ এখানে আম্পান, ফনি, বুলবুল হয়৷ বাংলা নদী মাতৃকা দেশ৷ সবচেয়ে বেশি নদী-সেতু বাংলায় আছে৷ আবার নিম্নচাপ আসছে৷ সব কিছু ভাবতে হয়৷ তাঁর কথায়, আপনারা ভাবেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে, জল জমলে শুধু আপনাদের কষ্ট হয়৷ আমাদের কি কষ্ট হয় না? সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়৷ সবচেয়ে বেশি ফোন আমাদেরই করতে হয়৷ পাম্পিং স্টেশন চালু হল কিনা, বিদ্যুৎ অফিস কী করছে প্রতিনিয়ত সব খবরাখবর নিতে হয়৷

মমতা আরও বলেন,  আম্পানের সময় যখন ৩ দিন বিদ্যুৎ ছিল না, তখন নিজেরা বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম৷ তবে এখন হয়তো কোনও দুর্যোগে বিদ্যুৎ থাকে না৷ কিন্তু আগে কী হত? আগে আমরাই স্লোগান দিতাম, আর নেই দরকার লোডশেডিং-এর সরকার৷ তবে দেউচাপাচামিতে যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, তাতে আগামী ১০০ বছরে বিদ্যুতের সমস্যা হবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার

‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার

কলকাতা:  ভবানীপুরে ভোটের প্রচারে গিয়ে বিজেপি’কে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, বিজেপি নির্বাচন হতে দিতে চায় না৷ কিন্তু মাথা উঁচু করে ভোট করতে হবে৷ এই নির্বাচন নতুন করে ভারতবর্ষে আমাদের লড়তে শেখাবে৷ আমরা সারা ভারতে লড়ব৷ প্রয়োজনে ত্রিপুরা, অসমে খেলা হবে৷ উত্তরপ্রদেশে খেলা হবে৷ বিজেপি’কে মনে রাখতে হবে ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’৷ বিজেপি’কে আমরা দেশ থেকে হঠাব৷ 

আরও পড়ুন- ‘ভোট না পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি আর মুখ্যমন্ত্রী থাকব না’, বললেন মমতা

তাঁর কথায়, এই লড়াইটা অনেক বড়৷ ভোট না দিলে এআরসি, সিএএ, নোটবন্দি, বিজেপি’র দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে? তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে বড় বড় কথা বলতে চাই না৷ যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের মনে রাখা উচিত কোভিডে মানুষ মারা গেলে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়৷ ত্রিপুরায় মিটিং করতে গেলে ১৪৪ ধারা জারি করা হয়৷ সকলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ সামনেই দূর্গাপুজো৷ তখনও কি ১৪৪ ধারা জারি থাকবে৷ মা দূর্গা কি আসবে না?   

মমতা আরও বলেন, ভবানীপুর মিনি হিন্দুস্তান৷ এখানে সকল ধর্মের লোক থাকে৷ সকলে মিলে ভোটের ময়দানে লড়তে হবে৷ আমরা বিজেপি’কে হারাব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘ভোট না পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি আর মুখ্যমন্ত্রী থাকব না’, বললেন মমতা

‘ভোট না পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি আর মুখ্যমন্ত্রী থাকব না’, বললেন মমতা

কলকাতা:  খিদিরপুরে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বলেন, আমি ৭ বার লোকসভা ভোটে দাঁড়িয়েছি৷ প্রতিবাবরই দক্ষিণ কলকাতাক মানুষ আমার পাশে থেকেছে৷ ২০১১ এবং ২০১৬ সালে ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছি৷ ২০২১-এ আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম৷ কিন্তু সেখানে কী ভাবে আমাকে হারানো হয়েছে, তা জানলে সকলে আতকে উঠবেন৷ আদালতে মামলা চলছে৷ কিছুদিন পরেই সবটা প্রকাশ্যে এসে যাবে৷ তবে এটা ভাগ্যের খেলা৷ ভাগ্য চেয়েছিল আমি ভবানীপুর থেকে জিতেই মুখ্যমন্ত্রী হই৷ খিদিরপুরে দাঁড়িয়ে মমতা বলেন,‘ আপনার একটা ভোট না পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে৷  আমাকে আর আপনারা পাবেন না৷ আমি জিততে না পারলে আমার দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে৷ আমি আর মুখ্যমন্ত্রী থাকব না৷’’ 

আরও পড়ুন- ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ে সতর্ক প্রশাসন, বেশকিছু পদক্ষেপের নির্দেশ

তাঁর কথায়, আপনাদের ছেড়ে যাওয়া কোনও দিনই আমার পক্ষে সম্ভব নয়৷ যেখানেই থাকি আপনাদের সঙ্গে থাকাটাই বড় কাজ৷ ঝড়-জল বৃষ্টি যাই হোক, সকলকে বেরতে হবে৷ কারণ লড়াইটা অনেক বড়৷ এনআরসি, সিএএ, নোটবন্দি, বিজেপি’র দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে? তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে বড় বড় কথা বলতে চাই না৷ যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের মনে রাখা উচিত কোভিডে মানুষ মারা গেলে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়৷ ত্রিপুরায় মিটিং করতে গেলে ১৪৪ ধারা জারি করা হয়৷ সকলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ সামনেই দূর্গাপুজো৷ তখনও কি ১৪৪ ধারা জারি থাকবে৷ মা দূর্গা কি আসবে না?  

তোপ দেগে মমতা আরও বলেন, বিজেপি নির্বাচন হতে দিতে চায় না৷ কিন্তু মাথা উঁচু করে ভোট করতে হবে৷ এই নির্বাচন নতুন করে ভারতবর্ষে আমাদের লড়তে শেখাবে৷ আমরা সারা ভারতে লড়ব৷ প্রয়োজনে ত্রিপুরা, অসমে খেলা হবে৷ উত্তরপ্রদেশে খেলা হবে৷ বিজেপি’কে মনে রাখতে হবে, ‘তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে৷’ বিজেপি’কে দেশ থেকে হঠানোর ডাক দেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *