কলকাতা: খিদিরপুরে ভোটের প্রচারে গিয়ে জীবনের লড়াইয়ের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘অজান্তে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিতে কোনও দুঃখ নেই৷ অনেকেই ভাবেন এঁরা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হয়ে গিয়েছেন৷ এঁরা খুব এনজন করে জীবনাটা৷ সেটা এক দমই তা নয়৷ আগে যা খাটতাম৷ এখন তার চেয়ে অনেক বেশি খাটতে হয়৷’
আরও পড়ুন- ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার
তিনি বলেন, আপনারা যখন পুজোর সময় রাস্তায় ঘোরেন তখন আমাকে ফোনের কাছে বসে থাকতে হয়৷ কোথাও কোনও গন্ডগোল হল কিনা৷ সেখানে কী করতে হবে৷ এখানে আম্পান, ফনি, বুলবুল হয়৷ বাংলা নদী মাতৃকা দেশ৷ সবচেয়ে বেশি নদী-সেতু বাংলায় আছে৷ আবার নিম্নচাপ আসছে৷ সব কিছু ভাবতে হয়৷ তাঁর কথায়, আপনারা ভাবেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে, জল জমলে শুধু আপনাদের কষ্ট হয়৷ আমাদের কি কষ্ট হয় না? সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়৷ সবচেয়ে বেশি ফোন আমাদেরই করতে হয়৷ পাম্পিং স্টেশন চালু হল কিনা, বিদ্যুৎ অফিস কী করছে প্রতিনিয়ত সব খবরাখবর নিতে হয়৷
মমতা আরও বলেন, আম্পানের সময় যখন ৩ দিন বিদ্যুৎ ছিল না, তখন নিজেরা বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম৷ তবে এখন হয়তো কোনও দুর্যোগে বিদ্যুৎ থাকে না৷ কিন্তু আগে কী হত? আগে আমরাই স্লোগান দিতাম, আর নেই দরকার লোডশেডিং-এর সরকার৷ তবে দেউচাপাচামিতে যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, তাতে আগামী ১০০ বছরে বিদ্যুতের সমস্যা হবে না৷