কলকাতা: ‘আমি আপনাদের রক্ষা করব। নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল, ভবানীপুরকেও বলছে’। প্রচারে বেরিয়ে লেডিস পার্কে গিয়ে এমনই মন্তব্য করলেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আরও বলেন, মসজিদে গিয়েছিলেন বলে কটাক্ষ করেছে বিজেপি। আজ ভবানীপুরে উত্তম উদ্যানে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন- ভিন্ন ভিন্ন জ্বর! তৃতীয় ঢেউয়ের আগেই ‘কাঁপুনি’ বাংলায়
মমতা বলেন, বিজেপির যে কায়দা সেটা তাঁর পছন্দ নয়। নোটবন্দির সময় কী হয়েছিল তাও সকলকে মনে করিয়ে দেন তিনি। এরপরে তিনি মন্তব্য করেন যে, তিনি মসজিদে গিয়েছিলেন বলে কটাক্ষ করেছে বিজেপি, কিন্তু তিনি মন্দির এবং গুরুদ্বারেও গিয়েছেন। যে যার নিজের ধর্ম পালন করুক, এমনটাই মত তাঁর। তিনি এও বলেন যে, তিনি কারোর খারাপ চান না। এই প্রেক্ষিতেই সকলকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। মমতার কথায়, ”আমি মুড়ি খাই, হালুয়াও খাই, আপনারা ভোটটা দিন।” এদিন আবার ভবানীপুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একহাত নিয়ে তিনি আবার সকলকে বলেন, রেল থেকে শুরু করে বিমা, সব কিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি। কিন্তু তিনি সকলকে রক্ষা করবেন। আগামী দিনে দেশকে রক্ষা করবেন। সকলে যেন শান্তিতে থাকে, তিনি তাঁদের হয়ে লড়াই করে যাবেন।
আরও পড়ুন- দুই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি! হুলস্থুল গোটা গ্রাম
আসলে ভবানীপুরে অবাঙালি ভোট প্রায় ৪০ শতাংশ। বিজেপি প্রথম থেকেই প্রচার করে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অবাঙালি বিরোধী। একই রকমভাবে হিন্দুত্বের তাস খেলেছে তাঁরা। এই প্রেক্ষিতেই হয়ত তাঁদের জবাব দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন মমতা। বার্তা দিতে চাইছেন যে, বিজেপি ভাগাভাগির রাজনীতি করছে, তৃণমূল কংগ্রেস নয়। এইভাবেই মন্দির, মসজিদ, গির্জা গিয়েছে তিনি আদতে সর্ব ধর্ম সমন্বয়য়ের বার্তা দিতে চাইছেন।