‘বিজেপি দলে মেয়েদের পাঠাবেন না, ওখানে সম্মান নেই’, বিস্ফোরক অভিযোগ মমতার

‘বিজেপি দলে মেয়েদের পাঠাবেন না, ওখানে সম্মান নেই’, বিস্ফোরক অভিযোগ মমতার

ডানলপ:  হুগলীর ডানলপে তৃণমূলের জনসভা থেকে বিজেপি’কে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তোলাবাজি নিয়ে সুর চড়ানো বিজেপি’কে দাঙ্গাবাজ, ধান্দাবাজ বলে বিঁধলেন তিনি৷ বোমা ফাটিয়ে তিনি বললেন, বিজেপি’তে মেয়েদের পাঠাবেন না৷ ওই দলে মেয়েদের কোনও সম্মান নেই৷ 

আরও পড়ুন-  ডানলপের মালিক পবন রুইয়ার বাড়িতে থাকেন বিজেপি নেতারা! বিস্ফোরক মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যারা ৫ টাকা-১০ টাকা তোলে তাদের বলছে তোলাবাজ৷ আর যারা কোটি কোটি টাকা তোলা, তাদের কী বলবে?’’  এদিন তৃণমূলে নাম লেখানে সায়নি ঘোষের পক্ষেও সরব হন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘সায়নি দুটি টুইট করেছে মাত্র৷ সামান্য দুটো কথা বলেছে৷ এর জন্য তাঁকে প্রতিদিন হুমকি দেওয়া হয়েছে৷ বিজেপি’র কিছু অসভ্য লোক মেয়েদের সম্মান করতে জানে না৷ আশালীন ভাষায় আক্রমণ করেছে৷ সকলেরই ব্যক্তি স্বাধীনতা আছে৷ এর জন্য সায়নী এবং দেবলীনাকে যে ভাবে অপমান করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না৷’’ 

আরও পড়ুন-  তৃণমূলে যোগ দিয়েই ‘খেলা হবে’ স্লোগান জুন-কাঞ্চনের মুখে

সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপি’তে মেয়েরা সুরক্ষিত নয়৷ ওই দলে মেয়েদের পাঠাবেন না৷’’ তাঁর কথায়, ‘‘অনেকেই বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করছে৷ বলতে পারছে না৷ অথচ আমাদের দলে মেয়েদের সম্মান, নারীর সম্মান, মায়েদের সম্মান সবচেয়ে বেশি৷ আমরা যে ভাবে মায়েদের সম্মান করি, তা অন্য কেউ করে না৷’’ তিনি বলেন, ‘‘বাংলায় মা বোনেদের জন্যই এখানে শান্তি আছে৷  আমরা তো মায়ের আঁচলে থাকতে ভালোবাসি৷ আমরা মায়ের ভালোবাসা, স্নেহ ছায়া চাই৷ আমি নিজে মায়ের মুখ না দেখে কোথাও যাই না৷ আর আমার মা একজন নয়৷ আপনারা সবাই আমার মা৷ কিন্তু বিজেপি’তে মেয়েদের নিয়ে গিয়ে যা হচ্ছে, সে কথা বললে লজ্জার মাথা নত হয়ে যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =