তৃণমূলে যোগ দিয়েই ‘খেলা হবে’ স্লোগান জুন-কাঞ্চনের মুখে

তৃণমূলে যোগ দিয়েই ‘খেলা হবে’ স্লোগান জুন-কাঞ্চনের মুখে

ডানলপ:  দু’দিন আগেই হুগলী ডানলপের এই ময়দানেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ সেই মাঠেই পাল্টা সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সভাতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একগুচ্ছ তারকা৷ তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি, পরিচালক রাজ চক্রবর্তী, সায়নি ঘোষ, কাঞ্চন মল্লিক, মানালি দে৷ মঞ্চে উঠল ‘খেলা হবে’ স্লোগান৷  

আরও পড়ুন-  মনোজ থেকে কাঞ্চন, রাজ থেকে সায়নী, মমতার সভায় যোগ দিলেন ঘাসফুলে

এদিন সবার আগে মঞ্চে ওঠেন রাজ চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘২০১৪ ও ২০১৬ সালে দিদির হয়ে অনেক প্রচার সভা করেছি৷ তবে এবার থেকে তৃণমূলে নাম লিখিয়ে দলের হয়ে প্রচারে নামব৷ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ 

অন্যদিকে মঞ্চে উঠেই ‘খেলা হবে’ স্লোগান তোলেন জুন মালিয়া৷ তিনি বলেন, ‘‘খেলা হবে তো? আমি দিদির সঙ্গে আছি৷ আজীবন থাকব৷ ২০১১ থেকে দিদির সঙ্গে লড়াই করছি৷ আমি পার্টি পলিটিক্স বুঝি না৷ মা–মাটি-মানুষ বুঝি৷ আর একজনকেই বুঝি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার মানুষ, বাংলার মাটি দিদিকে চায়৷ তাই খেলা হবে৷ অনেক বড় খেলা হবে৷ দিদির হাত শক্ত করতে হবে৷ খেলার মাঠে লড়াই হবে৷’’ 

মঞ্চে উঠে কাঞ্চন মল্লিকের গলাতেও শোনা গেল জুন মালিয়ার সুর৷ বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘‘খেলা হবে? খেলাটা হওয়াটা জরুরি৷’’ তাঁর কথায়, ‘‘অনেকেই ভাবছেন এই দশ বছর আমি কি করছিলাম? আমি অভিনেতা৷ আমার কাজ মানুষের মুখে হাসি ফোটানো৷ এই দশ বছর ধরে দেখছিলাম একজন মহিলা পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কী ভাবে চেষ্টা করে চলেছেন৷ এই বট গাছের তলায় আশা ভরসা নিয়ে যাঁরা ছিলেন তাঁর এখন বলছেন, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট৷ এই ল্যাম্পপোস্টটাই সবুজ শিবির থেকে গেরুয়া বাগানে আলো দিচ্ছে৷ এই একটা পোস্টই যথেষ্ট৷’’ ডানলপের মঞ্চ থেকে কাঞ্চনের স্লোগান, ‘‘ঝড় উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে৷’’ 

আরও পড়ুন- ঘরের বউদের কয়লা চোর বলছে! বিজেপিকে চরম হুঙ্কার মমতার

এর পর বক্তব্য রাখতে ওঠেন সায়নী ঘোষ৷ তিনি বলেন, ‘‘আগামী দিনে বাংলার সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করব৷ বাংলার শান্তি-সম্প্রীতি বজায় রাখব৷ এই মাটি কোটি বঙ্গবাসীর হৃদয়ের স্পন্দন৷ ভোটের আগে সে কারও পাখির চোখ হয়ে উঠতে পারে না৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *