কলকাতা: ৭৫ শতাংশ নম্বর লাগবে না! স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার মাপকাঠি কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে এমনটাই ঘোষণা করেন তিনি। স্পষ্ট জানান, স্কলারশিপ পাওয়ার জন্য আগের মতো আর ৭৫ শতাংশ নম্বর পেতে হবে না।
আরও পড়ুন- টেন্ডার দুর্নীতি কাণ্ডের তদন্তে নয়া মোড়, বেআইনি লকারের হদিশ
এদিন ভার্চুয়ালি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেয় রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে এখন ৬০ শতাংশ নম্বর পেলে চলবে, আগের মত ৭৫ শতাংশ নম্বর পেতে হবে না। এর পাশাপাশি তিনি আরো মনে করিয়ে দেন যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ঐক্যশ্রী প্রকল্প এবং অনগ্রসরদের জন্য রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। প্রসঙ্গত, সাধারণ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করে রাজ্য সরকার। এর পাশাপাশি আজ তিনি আরও ঘোষণা করেন, পরবর্তী কিছুদিনের মধ্যেই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ৩ লক্ষ সাইকেল দেবে এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০ লক্ষ ট্যাব দেওয়া হবে।
আরও পড়ুন- দিঘায় ঘুরতে এসে ‘খুন হলেন’ পর্যটক, চাঞ্চল্য
কিছুদিন আগেই রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাপক সাফল্য লাভ করেছে বলে তথ্য সামনে এসেছে। প্রকল্প চালু হওয়ার পর থেকে এই এ পর্যন্ত জমা পড়া প্রায় ৮০ হাজার আবেদনের মধ্যে ৩০০ পড়ুয়ার ঋণের আবেদন অনুমোদন করে ব্যাঙ্কগুলি। এই পরিমাণ ঋণ দিয়েছে বলে উচ্চশিক্ষা দফতরের তরফে জানা গেছে। উল্লেখ্য, গত ৩০ জুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন। দশম শ্রেণির পর থেকে উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করার সুযোগ পাচ্ছেন। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের ৭৯ হাজার ০৪৩ জন আবেদন করেছেন। ২৯৮ জন পড়ুয়ার ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে।