দিঘায় ঘুরতে এসে ‘খুন হলেন’ পর্যটক, চাঞ্চল্য

দিঘায় ঘুরতে এসে ‘খুন হলেন’ পর্যটক, চাঞ্চল্য

দিঘা: বন্ধুদের সঙ্গে দিঘার সমুদ্রে ঘুরতে এসে স্নান করতে নেমে আচমকায় নিখোঁজ হয়ে যান এক পর্যটক৷ ২৪ ঘণ্টার ব্যবধানে তার মৃতদেহ উদ্ধার হল থেকে দিঘা থেকে কিছুটা দূরে উদয়পুর সমুদ্র সৈকত থেকে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়ে থাকতে পারে ওই পর্যটককে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে উদয়পুর সমুদ্র সৈকতে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবীরা। তালসারি মেরি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। এরপর মৃত যুবকের বন্ধুরা মৃতদেহটি শনাক্ত করেন। তালসারি উপকূল থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রিতম সাধুখাঁ (২২)। নদিয়া জেলার কোতোয়ালি থানার এলাকার বাসিন্দা৷  

আরও পড়ুন- অ্যাপ ক্যাপ বুক করে টোপ, চালককে মারধর করে গাড়ি ছিনতাই, গ্রেফতার ৬

জানা গিয়েছে, শনিবার বন্ধু-বান্ধব মিলে সৈকত দিঘা বেড়াতে আসেন রিতম। নিউ দিঘায় ক্ষণিকা ঘাটে স্নান করার সময় আচমকা নিখোঁজ হয়ে যায় ওই যুবক। বন্ধুবান্ধবরা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। অবশেষে দিঘা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। রাতভর দিঘা থানার পুলিশ তল্লাশি চালায়। কিন্তু ওই যুবকের কোথাও সন্ধান পাওয়া যায়নি। রবিবার অবশেষে ভেসে এল রিতমের নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েন বন্ধু-বান্ধব ও তার পরিবারের সদস্যরা। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ একই সঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে৷ কারণ, যে সময় সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়ার তত্ত্ব খাড়়া করার চেষ্টা হচ্ছে, সেই সময় সমুদ্রে ঢেউয়ের তীব্রতা বিশেষ ছিল না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =