বাসে ছাড়, কিন্তু আর কত দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন?

বাসে ছাড়, কিন্তু আর কত দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন?

কলকাতা: করোনা পরিস্থিতিতে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা বিধি লাগু করার কথা ঘোষণা করা হলেও বেশ কিছু বিষয়ে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী৷ এবার থেকে চলবে সরকারি, বেসরকারি বাস৷ কিন্তু এখনই ছাড় নয় লোকাল ট্রেনে৷ লোকাল ট্রেন কবে থেকে চলবে সেই প্রশ্ন শুনেই চটেন তিনি৷ 

আরও পড়ুন- কোভিড বিধি মেনে চালু হচ্ছে বাস, কিন্তু কী বলছেন বাস মালিকরা?

এদিন এক সাংবাদিক প্রশ্ন করেন, লোকাল ট্রেন কি চলবে? প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘আপনি কে? ট্রেনের কথা কি আমি আলোচনা করেছি? আলোচনা যখন করিনি তখন আলোচনা থেকে বাদ। এখনো পরিস্থিতি হয়নি।’ এর আগেও লোকাল ট্রেন নিয়ে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বলেছিলেন, লোকাল ট্রেন খুললে হাজার হাজার লোকের করোনা হবে৷ 

আরও পড়ুন- Fake Vaccination: সরকারের কোনও ভূূমিকা নেই, দেবাঞ্জনকে ‘জঙ্গি’র সঙ্গে তুলনা মমতার

এদিকে লোকাল ট্রেন চালু করার দাবিতে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ হয়েছে৷ রেল লাইন অবরোধ করে আটকে রাখা হয়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেন৷ যাত্রীদের দাবি, লোকাল ট্রেন চালু না হলে না খেয়ে মরতে হবে৷ বন্ধ হয়েছে রুজি রুটি৷ কিন্তু এখনই ট্রেন চালু করতে নারাজ সরকার৷  তবে ট্রেন চালু না হলেও চলবে বাস৷ বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে হবে৷ সেই সঙ্গে গাড়ির চালক ও অন্যান্য কর্মীদের টিকাকরণ করতে হবে৷ নিয়মিত ভাবে গাড়ি স্যানিটাইজ করতে হবে৷ এবং মাস্ক পরা বাধ্যতামূলক৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 5 =