কোভিড বিধি মেনে চালু হচ্ছে বাস, কিন্তু কী বলছেন বাস মালিকরা?

কোভিড বিধি মেনে চালু হচ্ছে বাস, কিন্তু কী বলছেন বাস মালিকরা?

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ১৫  জুলাই পর্যন্ত রাজ্যে লাগু থাকবে বিধি নিধেষ৷ এরই মধ্যে বেশ কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নের বৈঠক তিনি জানান, এবার থেকে রাজ্যে চালু হবে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা৷ ছাড় দেওয়া হয়েছে অটো-টোটোকেও৷ তবে এক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী তোলার অনুমতি থাকবে৷ পাশাপাশি গাড়ির চালক ও অন্যান্য কর্মীদের টিকাকরণের কথাও বলা হয়েছে৷ নিয়মিত ভাবে গাড়ি স্যানিটাইজ করতে হবে৷ এবং মাস্ক পরা বাধ্যতামূলক৷   

আরও পড়ুন- বিধানসভায় আসছে বিধান পরিষদের প্রস্তাব, ঘোষণা করলেন পার্থ

কিন্তু বাস চালু হলে ভাড়া বাড়বে কি? এ বিষয়ে কোনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী৷ তবেবাস মালিকরা বলছেন, বহু আন্দোলন চালিয়ে ২০১৮ সালে ১ টাকা ভাড়া বাড়ানো হয়েছিল৷ এখনও সেই ভাড়াই চলছে৷ কিন্তু যে ভাবে জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, তাতে পুরনো ভাড়ায় সামাল দেওয়া সম্ভব নয়৷ প্রত্যেকটা জিনিসের দাম বাড়লে ভাড়া কেন বাড়ানো হবে না? এই পরিস্থিতিতে ভাড়া না বাড়লে লকডাউনের পর বাস চালানো সম্ভব বলে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা৷ এতদিন বসে থাকা বাসগুলিকে রাস্তার নামাতে গেলেও খরচ রয়েছে৷   

আরও পড়ুন- সুদীপ্ত সেন আর দেবাঞ্জন দেব এক! তৃণমূলকে একহাত নিলেন দিলীপ

কিন্তু ভাড়া বাড়লে কত টাকা গুনতে হবে যাত্রীদের? এই বিষয়ে রবিবার আলোচনায় বসেছিলেন বাস মালিকরা৷ ওই বৈঠকে যা নির্যাস, তাতে ০ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে৷ অর্থাৎ এই প্রস্তাব অনুযায়ী, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷ ৪ থেকে ৮ কিলোমিটার রাস্তার জন্য ১৫ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে৷ ৮ থেকে ১২ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ২০ টাকা৷ আর ১২ থেকে ১৬ কিলোমিটার রাস্তার জন্য ২৫ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =