কলকাতা: কসবা টিকা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। মূল অভিযুক্তের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের ওপর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে আরও। ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে এবং তদন্ত চলছে। আজ নবান্নের সাংবাদিক বৈঠকের সময় এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “তার নামটা বারবার বলছেন কেন। যে চোর হয়, ডাকাত হয়, প্রতারক হয়, তাদের নামে পাবলিসিটি করতে নেই।” এই ইস্যুতে তিনি আরো বলেন, “তার এত বড় সাহস, ঔদ্ধত্য, অহংকার, সমস্ত কিছু নকল করেছে। এর সঙ্গে সরকার জড়িয়ে নয়। এটা সরকারের নয়। সরকারের এ ব্যাপারে কোনো ভূমিকা নেই। কারণ এটা সরকার করেনি।” মমতার কথায় এই রকম অনেক মানুষ আছে যাদের দেখতে সুন্দর এবং তারা প্রতারণা করে বেড়ায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সই নকল করে, যারা এই ধরনের কাজ করে তাদের তিনি মানুষ বলে মনে করেন না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, যে মানুষের জীবন নিয়ে খেলে সে জঙ্গির থেকেও ভয়ঙ্কর। দেবাঞ্জনের মতো লোকেদের সমাজে থাকার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন- বিধানসভায় আসছে বিধান পরিষদের প্রস্তাব, ঘোষণা করলেন পার্থ
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আজ এই ব্যাপারে স্পষ্ট করে দেন যে দেবাঞ্জনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের রেয়াত করা হবে না কোনোভাবেই। ইতিমধ্যেই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং তিনি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন বলে জানান মমতা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে বলে দিন আরও একবার স্পষ্ট করে দেন তিনি। এদিকে দেবাঞ্জন দেবের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী এবং নেতাদের ছবি রয়েছে সেই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের প্রতারকরা সব দলের অনেকের সঙ্গে ছবি তুলে রেখে দেয় এবং ফটোশপ করে। সুতরাং এর মানে এই নয় যে যার সঙ্গে ছবি তোলা হচ্ছে তাকে সে চেনে। তাই এইভাবে ছবি তুলে কোন লাভ হবে না বলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।