কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একাধিকবার ঘোষণা করেছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ড থাকলে কোনো রোগীকে ফেরানো যাবে না। রাজ্য সরকারের তরফ থেকেও একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে কিন্তু শহরের অনেক হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষিতে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জরিমানা করা হল শহরের দুই হাসপাতালকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইরিশ হাসপাতাল এবং ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে।
রাজ্য স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ফেরানো এবং রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শহরের দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীনের আইরিশ হাসপাতাল এবং বাইপাসের ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগী ফেরানোর জন্য আইরিশ হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা ছাড়াও একই অভিযোগে ফরটিস হাসপাতালকে পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা এবং অতিরিক্ত বিল নেওয়ার জন্য আরও নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: লোকাল ট্রেন খুলছে? কী বললেন মুখ্যমন্ত্রী
শুধুমাত্র কলকাতা শহরে নয় রাজ্যের একাধিক জেলায় বারংবার এমন ঘটনা সামনে এসেছিল যেখানে রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে। প্রাথমিকভাবে এই বিষয়ে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরেও একাধিকবার এই ইস্যুতে কঠোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অনেক হাসপাতাল সেটা গ্রাহ্য করেনি। এই কারণে এখন রাজ্য স্বাস্থ্য কমিশন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক রাজ্য সরকারের এই পদক্ষেপ আদৌ এই ঘটনায় লাগাম টানতে পারে কিনা।