কলকাতা: বদলি নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে৷ এবার সেই সমস্যা দূর করে শিক্ষকদের বাড়ির কাছে বদলির জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার৷ আনা হল নয়া প্রকল্প৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ‘উৎসশ্রী’ পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ‘দুয়ারে সরকার’ ১৬ অগাস্ট থেকে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও ঘোষণা মমতার
আজই মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের জন্য উৎসশ্রী প্রকল্প চালু করা হচ্ছে৷ যাঁরা নিজের জেলায় বা বাড়ির কাছে বদলি চান, তাঁরা এই পোর্টালে আবেদন জানাতে পারবেন৷ সরকারি স্কুলের স্থায়ী শিক্ষকরা এই আবেদন করতে পারবেন৷ তবে দশ জন যদি একই জায়গায় বদলি চান তাহলে সেটা করা সম্ভব নয়৷ তখন অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে৷ যতটা কাছাকাছি আনা সম্ভব সেটা দেখা হবে৷ মুখ্যমন্ত্রী আরও জানান, শিক্ষকরা নিজেরাই এই পোর্টালে আবেদন করতে পারবেন৷ তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর৷ শিক্ষা যেহেতু সব কিছুর উৎস, তাই এই পোর্টালের নাম দেওয়া হয়েছে উৎসশ্রী৷
আরও পড়ুন- যাদবপুরের ঘটনা ‘ক্লোজ চ্যাপ্টার’! NHRC-র রিপোর্টের পাল্টা এবার নবান্ন
বাড়ি থেকে দূরে স্কুল হওয়ায় অনেক শিক্ষককেই সমস্যায় পড়তে হত৷ বদলি নিয়ে তাঁরা বহুবার দাবিও জানিয়েছে৷ রাজ্যের নয়া উদ্যোগে স্বভাবতই খুশি শিক্ষক-শিক্ষিকারা৷ ক্ষমতায় আসার পরেই শিক্ষক নিয়োগ নিয়ে উদ্যোগী হয়েছে মমতা সরকার৷ আজ শিক্ষক-শিক্ষিকাদের বদলি ইস্যুতেও বড় ঘোষণা করা হল৷
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের ট্রান্সফার প্রক্রিয়া চালু করার কথা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রীকে। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অনলাইনে আবেদনের ভিত্তিতে বদলি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে অতি দ্রুত কার্যকরী হোক।