টাকার জন্য ভোটে দাঁড়িয়েছে লকেট, চরম কটাক্ষ মমতার

টাকার জন্য ভোটে দাঁড়িয়েছে লকেট, চরম কটাক্ষ মমতার

57bce216dd2c35fbeac08561d97e92ce

চুঁচুড়া:  চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এসে গলা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাঁচাছোলা ভাষায় বিঁধলেন লকেটকে৷ সাংসদ হয়ে বিধায়ক হওয়ার লড়াইতে নামার জন্য তীব্র কটাক্ষ করলেন তিনি৷ 

আরও পড়ুন-  গোসাবায় BJP প্রার্থীকে হেনস্থা, ‘বন্দুক কিনেছি দেখে নেব’ বলে হুঁশিয়ারি, পাল্টা দাবি TMC-র

এদিন মমতা বলেন, ‘‘তপন মজুমদার আপনাদের ঘরের ছেলে৷ তাঁকে কারও পছন্দ হতেও পারেন, কারও পছন্দ নাও হতে পারে৷ আসলে ও একটু দুষ্টু-মিষ্টি আছে৷ তবে আমি যখন থেকে রাজনীতি করি, তখন থেকেই তপন দাশগুপ্ত, তপন মজুমদাররাও রাজনীতি করে৷ আর ওঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যায়না৷ 

তোপ দেগে তিনি বলেন, বিজেপি একটা চোরের পার্টি৷ বিজেপি প্রার্থী এখান থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন৷ তিনি জিতে সাংসদ হয়েছেন৷ এখন আবার বিধায়ক পদে লড়তে এসেছেন৷ এরপর কী করবেন আমি জানি না৷ এরপর হয়তো কাউন্সিলার হওয়ার জন্য কিংবা গ্রামপঞ্চায়েতের ভোটে দাঁড়াবেন৷ তারপর হয়তো স্কুল বোর্ডে দাঁড়াবেন৷ তারপর খেলার মাঠে দাঁড়াবেন৷ উনি কোথায় কোথায় দাঁড়াবেন একটু জিজ্ঞাসা করে দেখুন৷

মমতা আরও বলেন, আমি ওঁদের সমস্ত কীর্তিকলাপ জানি৷ আমাদের দলকে সারদা-নারদা বলে৷ অথচ সারদা-নারদার কোলের বাচ্চা হল ওঁরা৷ বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজ ভ্যালির প্রথম রোজ৷ আর লকেট তো সারদার গলার লকেট হয়ে ঘুরে বেড়ায়৷ অথচ ওঁদের বিরুদ্ধে কোনও মামলা হবে না৷ ওঁরাই সব খাবে আর কেউ কিছু খাবে না৷ বিজেপি যদি এত ভালো দল হয়েই থাকে, তাহলে কি একজন লোকাল প্রার্থী খুঁজে পেল না? এখানে স্থানীয়দের দাঁড় করানো হয়না৷ লোকসভা ভোটেও কলকাতা থেকে এখানে এসে দাঁড়িয়েছিলেন৷ এবার বিধানসভাতেও তাই হল৷ 

আরও পড়ুন- রয়েছে নজর কাড়া সম্পত্তি, তবে জানেন কি কত টাকার দেনা রয়েছে বৈশালীর মাথায় ?

তোপ দেগে বলেন, বিধায়ক হয়ে গেল সাংসদ পদ ছাড়বে তো? আসলে লকেট এখান থেকে জিতবেন না৷ টাকার জন্য ভোট দাঁড়িয়েছেন৷ তাছাড়া ওঁদের পার্টির প্রার্থীও নেই৷ ওঁদের প্রার্থী তৃণমূল ও সিপিএম থেকে ধার করা৷ ওরা স্থানীয় মানুষকে সম্মান করে না৷ বিজেপি প্রার্থী হওয়া মানেই টাকা রোজগার৷ হর্স পাইপ নিয়ে ওরা টাকা ছাড়ে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *