রয়েছে নজর কাড়া সম্পত্তি, তবে জানেন কি কত টাকার দেনা রয়েছে বৈশালীর মাথায় ?

রয়েছে নজর কাড়া সম্পত্তি, তবে জানেন কি কত টাকার দেনা রয়েছে বৈশালীর মাথায় ?

কলকাতা:  একুশের ভোট হাওড়া বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া৷ যাঁর ব্যাঙ্কে জমা রয়েছে কোটি টাকার বেশি৷ রয়েছে বিলাসবহুল গাড়ি৷ তবে কোটি টাকার উপর দেনা নিয়েই ভোট যুদ্ধে নামছেন বৈশালী ডালমিয়া৷ দেখে নেওয়া যাক তাঁর আয়-ব্যায়ের খতিয়ান৷ 

আরও পড়ুন-  মমতার আনা অভিযোগ তথ্যগত ভুল এবং ভিত্তিহীন, বয়াল নিয়ে লেখা চিঠির জবাবে কমিশন

বিদ্রোহ ঘোষণা করেই তৃণমূল থেকে এক সময় বহিষ্কৃত হয়েছিলেন বৈশালী৷ এর পরেই নাটকীয় ভাবে চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপি’তে যোগ দেন তিনি৷ গেরুয়া হতেই মিলেছে টিকিট৷ ঘাস ফুল ছেড়ে পদ্ম ধরে এখন বালি ধরে রাখার লড়াই৷ এই কেন্দ্র তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী দীপ্সিতা ধর৷ ২২ মার্চ হলফনামা জমা দেন ৫১ বছরের এই বিজেপি প্রার্থী৷ হলফনামা অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে বৈশালীর আয় ৩৭ লক্ষ ৭১ হাজার ৫৫০ টাকা৷ মনোনয়ন জমা দেওয়ার সময় হাঁর হাতে ছিল নগদ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৬৮২ টাকা৷ 

আরও পড়ুন- ‘ভোটে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী’, বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার

চারটি ব্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট৷ সেখানে জমা রয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা৷ শেয়ার ও মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ ৩ লক্ষ টাকা৷ পোস্ট অফিসে সঞ্চিত মাত্র ১ হাজার ১৫৩ টাকা৷ বৈশালীর নামে রয়েছে মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি৷ যার দাম ৩৯ লক্ষ টাকা৷ সব মিলিয়ে তাঁর অস্থবর সম্পত্তি ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার ৯১৬ টাকা৷ তাঁর বালির বাড়ির দাম ৫৫ লক্ষ টাকা৷ স্থাবর ও অস্থাবর মিলিয়ে বৈশালীর মোট সম্পত্তি ২ কোটি ৭৪ লক্ষ ৩০ হাজার ৯৬১ টাকা৷ প্রায় পৌনে ৩ কোটির সম্পত্তির মালিক বৈশালীর ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে দেনা রয়েছে ১ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৭৪৬ টাকা৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =