গোসাবায় BJP প্রার্থীকে হেনস্থা, ‘বন্দুক কিনেছি দেখে নেব’ বলে হুঁশিয়ারি, পাল্টা দাবি TMC-র

গোসাবায় BJP প্রার্থীকে হেনস্থা, ‘বন্দুক কিনেছি দেখে নেব’ বলে হুঁশিয়ারি, পাল্টা দাবি TMC-র

গোসাবা:  ডায়মন্ডহারবারে বিজেপি প্রার্থীর উপর হামলার পর এবার গোসাবার গেরুয়া প্রার্থীর উপর হামলার অভিযোগ৷ বারুইপুর এসপি অফিসে যাওয়ার পথে আটকানো হয় বিজেপি প্রার্থী চিত্ত (বরুণ) প্রামণিকের গাড়ি৷ তাঁকে হুমকির সুরে বলা হয় গদ্দারি করবি না৷ মারধর করা হয় তাঁর সঙ্গীদের৷ এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ যদিও তা অস্বীকার করেছে শাসক দল৷ 

আরও পড়ুন-  রয়েছে নজর কাড়া সম্পত্তি, তবে জানেন কি কত টাকার দেনা রয়েছে বৈশালীর মাথায় ?

 
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ শম্ভুনগরে বরুণ প্রামাণিকের গাড়ি আটকানো হয়৷ প্রসঙ্গত, তিনি শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতেরও প্রধান৷ অভিযোগ, এখানে রাজনৈতিক অত্যাচারের জন্য তিনি দীর্ঘ দিন পঞ্চেয়েতে যেতে পারেননি৷ এদিন বাড়ি থেকে বেরলে ফের তাঁকে হেনস্থা করার অভিযোগ ওঠে৷ তৃণমূল আশ্রীযত দুষ্কৃতীরা তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব৷ তাঁদের পাল্টা দাবি, বরুণ প্রামাণিক প্রার্থী হওয়ার পর থেকেই এলাকার মানুষজনকে তিনি বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছিলেন৷ যাঁরা তাঁকে থাকতে দেননি, তাঁদের দেখা নেওয়ার হুমকি দিচ্ছিলেন৷ তার জেরেই আজ এলাকার মানুষ একজোট হয়ে চিত্ত প্রামাণিকের উপর চড়াও হয়৷ এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে জড়িত নয় বলেও দাবি করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে৷  

আরও পড়ুন- মমতার আনা অভিযোগ তথ্যগত ভুল এবং ভিত্তিহীন, বয়াল নিয়ে লেখা চিঠির জবাবে কমিশন

তৃণমূলের এখ নেতার কথায়, বহু দিন ধরেই চিত্ত (বরুণ) প্রামাণিক এলাকাছাড়া৷ তাঁর উপর এখানকার মানুষ ক্ষিপ্ত৷ সাধারণ মানুষই তাঁকে এলাকাছাড়া করেছিল৷ আজ সকালে শম্ভুনগর বাজারে এসে ফের হুমকি, গালিগালাজ করেন তিনি৷ হুমকি দিয়ে নাকি বলেন, ২০ লক্ষ টাকার বন্দুক কিনেছি৷ যারা তৃণমূল করে তাদের এলাকা ছাড়া করব৷ দেখব কে সামনে আসে৷ এই সমস্ত কথা শোনার পরেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে৷ উত্তেজনার বশে তাঁকে ঘেরাও করে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =