নুসরতের সভার পর ‘খেলা হবে’ গানে উদ্দাম নাচ, বুথ ‘রক্ষায়’ হাত-পা ভাঙার হুঙ্কার মদনের

নুসরতের সভার পর ‘খেলা হবে’ গানে উদ্দাম নাচ, বুথ ‘রক্ষায়’ হাত-পা ভাঙার হুঙ্কার মদনের

নৈহাটি:  নৈহাটিতে তৃণমূল সাংসদ নুসরত জাহানের সভার পরেই বাজল ‘খেলা হবে’ গানের ডিজে৷ তার সঙ্গে উদ্দাম নাচ তৃণমূল কর্মী সমর্থকদের৷ তৃণমূল জিতবে, তাই আগাম বিজয় উল্লাস, দাবি নেতৃত্বের৷ অন্যদিকে, খেলা হবে প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র৷ 

আরও পড়ুন-  একুশে প্রার্থী হচ্ছেন না দেবশ্রী, তাই অভিষেকের সভায় যাননি, বিস্ফোরক দাবি গিয়াস উদ্দিনের

এদিন নুসরতের সভার পরই ডিজের আয়োজন করা হয়েছিল৷ অন্যদিকে এই খেলা হবে প্রসঙ্গে মদন মিত্র বলেন, সীমান্ত পেরিয়ে এসে নির্বাচনের বুথ দখলের চেষ্টা হবে৷ ভোটে বুথ দখল করতে এলে হাত পা ভেঙে চুরমার করে দেবেন৷ সেটাই হবে আসল খেলা৷ নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে৷ অবিলম্বে খেলা শুরু করতে হবে৷ হাবড়ার জনসভা থেকে এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন মদন মিত্র৷ 

শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, ‘‘ভোটের দিন বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা গায়ের জোরে বুথ দখল করতে এলে শুধু হাতের কবজি নয়, হাত থেকে পা ভেঙে চুরমার করে দেবেন। এর জন্য যা মামলা হবে আমরা বুঝে নেব৷’’  মদন মিত্র আরও বলেন, ‘‘মা-বোনেদের উদ্দেশে বলছি, ভোটের দিন আপনি হাতা-খুন্তি হাতে ভোট দিতে যাবেন। খালি হাতে কেউ ভোট দিতে যাবেন না।’’

তাঁর হুঙ্কার, ‘‘কয়েকদিন পরেই ভোট ঘোষণা হবে। তারপর খেলা শুরু হবে। তোমরা যেখান থেকে মাল নেবে, আমরাও সেখান থেকে মাল নেব। তোমাদেরগুলো ফুটবে না। শুধু ধোঁয়া বেরোবে। ফুটবে আমাদেরগুলো।’

আরও পড়ুন- ‘কত তে জাগল অন্তরাত্মা?’ দীনেশ ত্রিবেদীকে নিয়ে বেলাগাম কাকলি

এপ্রসঙ্গে অর্জুন সিং বলেন, মদন মিত্র সকাল থেকে বিকেল পর্যন্ত নিজের হুঁশেই থাকেন না৷ বাংলাদেশ থেকে বিজেপি’র লোকেরা এসে বুথ দখল করবে৷ এর থেকে দুর্ভাগ্যজনক মিথ্যে কথা আর কী হতে পারে৷ এমন কথা কোনও পাগলই বলতে পারে৷ বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে তৃণমূলের সরকার চলছে৷ 

খেলা হবে ডিজে প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ঋষি বঙ্কিম চন্দ্রের স্থানে নুসরতের সভার পর উদ্দাম নাচ হচ্ছে৷ লোকসভা নির্বাচনে গো হারা হেরেছিল৷ সেটা হয়তো ভুলে গিয়েছে৷ এই ধরনের লোকের জন্যই তৃণমূলের এই অবস্থা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *