একুশে প্রার্থী হচ্ছেন না দেবশ্রী, তাই অভিষেকের সভায় যাননি, বিস্ফোরক দাবি গিয়াস উদ্দিনের

একুশে প্রার্থী হচ্ছেন না দেবশ্রী, তাই অভিষেকের সভায় যাননি, বিস্ফোরক দাবি গিয়াস উদ্দিনের

কলকাতা:  কুলপির ঢোলাহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেবশ্রী রায়ের অনুপস্থিতিকে কেন্দ্র করে চড়ছে জল্পনার পারদ৷ তাঁর এই অনুপস্থিতিকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন৷ আর এই প্রশ্নের জবাব দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা৷ 

আরও পড়ুন- ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নয়া ঘোষণা ফিরহাদ হাকিমের! জানুন বিস্তারিত

এদিন ঢোলাহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ দক্ষিণ ২৪ পরগণার কুপলি এবং তার সংলগ্ন সমস্ত এলাকার বিধায়করা এই সভায় উপস্থিত ছিলেন৷ একমাত্র অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন মন্টুরাম পাকিরা৷ অন্যদিকে অনুপস্থিত ছিলেন রায়দীঘির বিধায়ক দেবশ্রী রায়৷ তাঁর অনুপস্থিতি নিয়ে গিয়াস উদ্দিন মোল্লাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেবশ্রী রায়কে এবার প্রার্থী করা হচ্ছে না৷ রায়দীঘি থেকে টিকিট পাবেন না তিনি৷ ফলে তাঁর আসা বা না আসা নিয়ে কিছু যায় আসে না৷

 প্রসঙ্গত, এর আগে দেবশ্রী রায় দিল্লিতে বিজেপি’র সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদানের চেষ্টা করেছিলেন৷ সেই সময় মতপার্থক্যের জেরে তাঁকে বিজেপি-তে যোগদান করতে দেওয়া হয়নি৷ কিন্তু এর পর থেকে তিনি দলের অন্দরে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যান৷ এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের৷ এরই মধ্যে এদিন গিয়াস উদ্দিন বলেন, রায়দীঘিতে আমাদের প্রার্থী বদল হবে৷ দলনেত্রী বলে দিয়েছেন৷ 

আরও পড়ুন- ‘কত তে জাগল অন্তরাত্মা?’ দীনেশ ত্রিবেদীকে নিয়ে বেলাগাম কাকলি

দিন কয়েক আগে কুণাল ঘোষের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন দেবশ্রী রায়৷ অথচ দলেরই এক বিধায়ক বলছেন, ঢোলাহাটের সভায় দেবশ্রী রায় আসেননি, কারণ তিনি টিকিট পাচ্ছেন না৷ এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘আমার সঙ্গে দেবশ্রী রায় যাননি৷ আমি গিয়েছিলাম আমার মামলায় সই করতে৷ দেবশ্রী গিয়েছিলেন তাঁর মামলায় সই করতে৷ তাই আমার সঙ্গে দেবশ্রী গিয়েছিলেন এই কথাটা ঠিক নয়৷’’

তবে তিনি বলেন, ‘‘১০০ বার আমি ওঁনাকে চিনি৷ উনি দলের বিধায়ক৷ আর কোনও সভায় একজন নানা কারণে অনুপস্থিত থাকতে পারে, এর মধ্যে কোনও অস্বাভাবিক কিছু নেই৷ আর প্রার্থী হওয়ার বিষয়টি দল বিচার করবে৷ এর মধ্যে বাড়তি কোনও তাৎপর্য খুঁজে পাচ্ছি না৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *