‘কত তে জাগল অন্তরাত্মা?’ দীনেশ ত্রিবেদীকে নিয়ে বেলাগাম কাকলি

‘কত তে জাগল অন্তরাত্মা?’ দীনেশ ত্রিবেদীকে নিয়ে বেলাগাম কাকলি

নিজস্ব সংবাদদাতা, বারাসত: গতকালই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী৷ বিধানসভা নির্বাচনের মুখে যা ঘিরে জোর গুঞ্জন রাজনৈতিক মহলে৷ এবার কী দীনেশ ত্রিবেদীও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন? সেই জল্পনাই বঙ্গ রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে৷ তারমধ্যেই দীনেশ ত্রিবেদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাকলি ঘোষ দস্তিদার৷ বললেন, “কত তে দীনেশ ত্রিবেদীর অন্তরাত্মা জাগল?”

শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী বলেছিলেন তাঁর অত্মরাত্মা জেগে উঠেছে তাই তিনি ইস্তফা দিচ্ছেন৷ শনিবার ইন্দুরেখা ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাকলি প্রশ্ন তোলেন, কত তে জাগল অন্তরাত্মা? একইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারিও দিলেন তিনি৷ বললেন, খেলা শুরু হয়ে গেছে, বলে বলে উইকেট পড়বে বিজেপির৷ দিলীপ ঘোষের দুর্গাকে নিয়ে মন্তব্যেও সুর চড়ান কাকলি৷ বলেন, হিন্দু ধর্মের প্রতি দিলীপ ঘোষ সহ বিজেপির নেতৃত্বের এহেন মন্তব্যের পরে মা দূর্গার হাতে বধ হতে হবে বিজেপিকে ।

একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছে বঙ্গ রাজনীতির তাবড় তাবড় নেতারা৷ এবার কী সেই রাস্তাতে হাঁটবেন তৃণমূলের বর্ষীয়ান নেতা দীনেশ ত্রিবেদীও৷ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে এই দীনেশ ত্রিবেদীই দাঁড়িয়েছিলেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে৷ সেসময় অর্জুনের বিরুদ্ধে তোপ দাগতেও শোনা গিয়েছিল তাঁকে৷ এবার কী সেই অর্জুনের সঙ্গে হাত মেলাবেন তিনিও৷ জল্পনা তুঙ্গে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =