দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোলাইনে ২০০ মিটার ধস, চলছে মেরামতি

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোলাইনে ২০০ মিটার ধস, চলছে মেরামতি

19dc3de28e3414ac35703e5a7e7ae1c4

কলকাতা:  দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস৷ শুক্রবার সকালে বরাহনগর স্টেশন থেকে কিছুটা দূরে ধস নামে৷  প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস নেমেছে৷ ধসের জেরে ক্ষতিগ্রস্ত সিসিআর ব্রিজ৷ নেট ও বোল্ডার দিয়ে ধস রোখার চেষ্টা চলছে৷ খবর পাওয়ার পরেই ব্যবস্থা নেয় মোট্রো কর্তৃপক্ষ৷ মেট্রো রেলের ইঞ্জিনিয়র ও কর্মীরা কাজ শুরু করেন৷ শতাধিক কর্মী ধস মেরামতির কাজ চালাচ্ছেন৷ 

আরও পড়ুন- নিউটাউন পর্নকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কী ভাবে ধার্য হত পারিশ্রমিক? কী ভাবে হত শ্যুটিং?

আজ সকালে আচমকাই মেট্রো লাইনে ধস নামে৷ কেন ধস নামল, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে,  গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছিল৷ যার জেরে মাটি আলগা হয়ে ধস নেমেছে৷ তবে মেট্রো পরিষেবা বন্ধ হয়নি৷ ধীর গতিতে চলছে মেট্রো রেল৷ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সিসিআর ব্রিজ৷ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের পিলারে ফাটল ধরেছে বলে খবর৷ অন্যদিকে, বালির বস্তা ও বোল্ডার ফেলে ধস মেরামতির চেষ্টা চলছে৷ 

আরও পড়ুন- মেদিনীপুরে আরও একটি কমিটি থেকে কাটা গেল শুভেন্দুর নাম, দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন, ‘‘লাগাতার বৃষ্টির জেরেই ওই এলাকার মাটি কিছুটা বসে গিয়েছে। তবে এটাকে ধস বলা ঠিক নয়। বিষয়টি নজরে আসতেই কাজ শুরু করা হয়েছে। এর জন্য মেট্রো পরিষেবায় এর কোনও প্রভাব পড়েনি।’’ প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি ভার্চুয়ালি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পথের উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *