গদি বাঁচাতে দুয়ারে ঘুরছেন রাজ্যপাল, ব্যাকডোর দিয়ে ৩৫৬ আনার চক্রান্ত, তীব্র কটাক্ষ কুণালের

গদি বাঁচাতে দুয়ারে ঘুরছেন রাজ্যপাল, ব্যাকডোর দিয়ে ৩৫৬ আনার চক্রান্ত, তীব্র কটাক্ষ কুণালের

f6feb4904e307bf56411321094fa0f0f

কলকাতা: দিল্লি সফরে বদল এনে শনিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বৈঠক সেরে বেড়িয়ে ফের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সুর চড়ালেন তিনি৷ পাল্টা বিঁধলেন কুণাল ঘোষ৷  

আরও পড়ুন- দলবদলুদের ঘরওয়াপসি, গঙ্গার জল ছিটিয়ে চলছে BJP কর্মীদের শুদ্ধিকরণ !

এদিন ধনকড় বলেন, ‘‘দিল্লিতে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি৷ আমরা গণতন্ত্র, সংবিধান, আইনের শাসনের সঙ্গে কোনওরকম সমঝোতা করতে পারি না৷ আমি আশাবাদী, প্রত্যেকে আমার কথা শুনবেন৷ এবং যাঁরা ঘরছাড়া, যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন বা তাঁদের পরিবারের কেউ আহত হয়েছেন, তাঁদের দুঃখ ঘোচানোর চেষ্টা করবেন৷’’ তাঁর কথায়, ‘‘পশ্চিববঙ্গে গণতন্ত্র নেই৷ নিজের বাড়িতে ছোট ব্যবসা চালাতেও তোলা দিতে হয়৷’’ 

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্যপাল সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন৷ উনি কুৎসা করছেন৷ বিজেপি বাংলায় নির্বাচনী পরাজয় হজম করতে না পেরে চক্রান্তের বেড়াজাল তৈরি করছে৷ সেই চিত্রনাট্যের একটি পর্ব হিসাবে কাজ করছেন রাজ্যপাল৷’’ তাঁর কথায়, ‘‘সাংবিধানিক পদমর্যাদা তিনি অনেক দিন আগেই ধুলোয় লুটিয়ে দিয়েছেন৷ রাজ্যপালের পদে থেকে তিনি পরিবর্তনের ডাক দিয়েছিলেন৷ এখন পরাজয় হজম করতে না পেরে কুৎসা রটাচ্ছেন৷’’ কুণাল ঘোষের কথায়, ‘‘পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে৷ রাজ্য এখন কোভিডের বিরুদ্ধে মোকাবিলা করছে, যশে বিপর্যস্তদের ত্রাণ বিলি করছে, সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷’’

আরও পড়ুন- দেবযানীর জামিনে কি আরও নিস্তেজ সারদা মামলা? মিলবে কি আমানতকারীদের সুবিচার

তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকার সময় রাজ্যে বিশৃঙ্খলা হয়েছিল৷ তৃণমূল কর্মীদের উপর আঘাত হানা হয়েছিল৷ তৃণমূল কর্মীদের মৃত্যু হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে৷’’ তাঁর দাবি, ‘‘প্ররোচনা দিয়ে ব্যাকডোর দিয়ে রাজ্যে ৩৫৬ ধারা ঢোকানোর জন্য রাজ্যপাল দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন৷’’ কুণাল আরও বলেন, ‘‘রাজ্যপাল অবশ্য বাইরে যেটা বলছেন সেটা আমরা জানি৷ কিন্তু উনি ভিতরে কী বলছেন তা আমরা জানি না৷ তিনি কি চেয়ার বাঁচানোর জন্য দুয়ারে দুয়ারে বেড়াচ্ছেন? নাকি ষড়যন্ত্রের বেড়াজাল বুনছেন তা নিয়ে রহস্য রয়েছে৷ তবে বিজেপি যত চেষ্টাই করুক, তা বাংলার বুকে সফল হবে না৷’’    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *