অভিষেককে চড় মারা যুবকে জড়িয়ে ধরে খোঁচা কনিষ্কের, ‘ভাইপো চিনতে পারছ?’

অভিষেককে চড় মারা যুবকে জড়িয়ে ধরে খোঁচা কনিষ্কের, ‘ভাইপো চিনতে পারছ?’

কলকাতা:  আজ থেকে ছ’বছর আগে নন্দীগ্রামের কাছে চণ্ডীপুরের এক জনসভায় চরম ব্রিবত হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ মঞ্চে উঠে তাঁকে প্রকাশ্যে চড় মেরেছিলেন এক যুবক৷ এই ঘটনা সেই সময় স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল৷ সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই ঘটনা৷ ২০২১ সালে আরও একবার শিরোনামে সেই যুবক৷ নেপথ্যে বিজেপি’তে নাম লেখানো শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পাণ্ডা৷ 

আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের ট্রেন দেননি, দুর্নীতিগ্রস্থদের চাটার্ড বিমান? বিজেপিকে চরম নিশানা মমতার

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেন কনিষ্ক পাণ্ডা৷ সেখানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার সেই পুরনো ফুটেজ৷ যা নতুন করে ফের বিতর্ক সৃষ্টি করেছে৷ শুধু তাই নয়, ওই ভিডিয়ো শেষে দেখা যায় কনিষ্ক পাণ্ডার পাশে বসে রয়েছেন দেবাশিষ আচার্য্য নামে অভিষেককে চড় মারা সেই যুবক৷ তাঁর গায়েও গেরুয়া রংয়ের ছোঁয়া৷ 

ওই ভিডিয়োতে শোনা গিয়েছে কনিষ্কের টিপ্পনি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েই তিনি বলেন, ‘‘ভাইপো চিনতে পারছ? ও আমার সেই ভাই৷ ও সেদিন তোমার গালে চড় মেরেছিল৷ তুমি চার বছর পর আসছ৷ তবে এবার ও তোমায় মারবে না৷ তবে মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সব কথা বলেছে, তা যদি ফের বলে তবে মেদিনীপুরের এই ভাইয়ের মতো কয়েকশো ভাই তৈরি আছে৷ ভাইপো সাবধান!’’

আরও পড়ুন- ‘মতুয়াদের ক্ষোভের কারণে বাংলা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’

২০১৫ সালের ৪ জানুয়ারি চণ্ডীপুরের সভায় অভিষেককে চড় মারার পর উপস্থিত নেতাদের হাতে বেধরক মার খেতে হয়েছিল দেবাশিষকে৷ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ ছ’বছর তাঁকে জড়িয়ে ধরেই কনিষ্ক পাণ্ডার ভিডিয়ো শেয়ার নতুন করে রাজনীতির আঙিনায় ঝড় তুলেছে৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতৃত্ব৷ স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ 

২০১৫ সালের পর মানুষ একপ্রকার দেবাশিষকে ভুলেই গিয়েছিল৷ কিন্তু ভোটের আগে ফের গেরুয়া ছত্রছায়ায় তাঁর আত্মপ্রকাশ ঘটল৷ কনিষ্ক পাণ্ডার পাশে হাসিমুখে ধরা পড়ল তাঁর ছবি৷ তবে কনিষ্ক পাণ্ডার পোস্ট করা ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি আজবিকেল৷       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =