আলিপুরদুয়ার: পরিযায়ী শ্রমিকদের ট্রেন দেননি আর দুর্নীতিগ্রস্থদের চাটার্ড বিমান? আলিপুরদুয়ার থেকে বিজেপিকে চরম নিশানা মমতার৷ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে এদিন বিজেপিকে ‘লেজপোড়া’ বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মমতা৷ একইসঙ্গে আক্রমণ করলেন দলত্যাগীদেরও৷ মমতা বলেন, ‘যাঁরা লোভী এবং ভোগী আমরা তাড়াবার আগেই তাঁরা দল থেকে চলে গেছে বিজেপি–তে ভোগ করার জন্য। তাঁদের জন্য রাস্তা খোলা। চলে যান।’ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপি–তে গিয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। তাঁদের মধ্যে সাম্প্রতিকতম হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপক হালদার, প্রবীর ঘোষাল এবং বৈশালী ডালমিয়া।
বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে তাঁদের উদ্দেশে মমতা বলেন, ‘যে বেশি দুর্নীতি করেছে তাঁরা তো পালাবেই। তাঁদের পালাতে দিন। কে কী আমার খুব ভালভাবে জানা আছে। ওই লাফঝাঁপ সব বন্ধ হয়ে যাবে। বিধানসভার পর সব বুঝতে পারবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি–কে একহাতে নিয়ে বলেন, ‘কোনও আসনে জিতবে না বিজেপি। সিপিএম–কংগ্রেসের কয়েকটা আসনে জিততে পারে। কিন্তু তৃণমূলের আসন ছিনিয়ে নেওয়া অত সহজ নয়।’
মমতার এদিন শপথ নেন, তৃণমূল বিজেপিকে বাংলা থেকে হটিয়ে দেবে, দেশ থেকে হটিয়ে দেবে৷ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে এদিন মুখ্যমন্ত্রী এদিন স্লোগান তোলেন, ‘বিদায় দাও বিদায় দাও বিজেপি–কে বিদায় দাও। ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মাতৃভূমি ফিরিয়ে দাও, আমার দেশ ফিরিয়ে দাও।’