মমতার উপর আঘাত দুর্ঘটনা নয়, চক্রান্ত, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

মমতার উপর আঘাত দুর্ঘটনা নয়, চক্রান্ত, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

কলকাতা: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস৷ নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট বৈঠক করেন তৃণমূল সাংসদরা৷ তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সৌগত রায়, শতাব্দী রায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং শান্তনু সেন৷ তাঁদের সঙ্গে কথা হয়েছে সুনীল আরোরা, সুশীল চন্দ্র, রাজীব কুমার, উমেশ সিনহা, সুদীপ জৈনের৷ 

আরও পড়ুন-  স্বাস্থ্যসাথীতে ১৮৮.৯০ কোটির ‘গরমিল’, হলফনামা তলব হাইকোর্টের

বৈঠকের পর সৌগত রায় জানান, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার প্রসঙ্গেই মূলত কথা হয়েছে৷ মমতা বন্দ্যপাধ্যায়ের পায়ে এবং শরীরে আঘাত লাগার ঘটনা একটা ষড়যন্ত্র বলেই দলের তরফে অভিযোগ করা হয়েছে৷ তাঁদের দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়৷ কিছু রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমে যে দাবি করছে তা মিথ্যে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু দৃষ্টান্তও তুলে ধরা হয় তৃণমূলের তরফে৷ 

সৌগতবাবু বলেন, ‘‘এই ঘটনার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, নন্দীগ্রামে গেলে উনি পড়ে যাবেন৷ সৌমিত্র খাঁও ১০ মার্চের আগে বলেছিলেন, বিকেল ৫টার পর বুঝতে পারবেন৷ আর প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, নন্দীগ্রামে গেলে ওঁনার স্কুটি উল্টে যাবে৷’’ ফলে এই ধরনের মন্তব্যের সঙ্গে এই ঘটনার একটা সংযোগ রয়েছে৷ এছাড়াও সৌগত রায় বলেন, সাংবাদিক বৈঠকে স্পষ্ট দেখানো হয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়ি কোনও পোস্টে ধাক্কা মারেনি৷ জোড় করেই গাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তাঁদের দাবি, গোটা ঘটনাটাই ষড়যন্ত্র৷ 

তিনি আরও বলেন, দু’জন প্রত্যক্ষদর্শীকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে সেদিন যেটা ঘটেছে তা দুর্ঘটনা ছিল৷ অথচ ওই দুই প্রত্যক্ষদর্শীর বাড়িতে শুভেন্দু অধিকারীকে ভাত খেতে দেখা গিয়েছে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, ওই দুই প্রত্যক্ষদর্শী ছিল সাজানো৷ একদিকে ডিজি এবং এডিজিকে সরিয়ে নেওয়া হচ্ছে৷ নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিচ্ছেন, আর আঘাত পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনে যে রিপোর্ট পাঠানো হচ্ছে তা যথেষ্ট নয়৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত হোক৷ নির্বাচন কমিশন   বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানা তিনি৷ 

আরও পড়ুন- শুধু গণতন্ত্রে আঘাত নয়, মহিলা নেত্রীর হেনস্থাও! মমতার ঘটনায় ক্ষুব্ধ মেধা

এদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে৷ আদালত সূত্রে খবর, সুরজিৎ সাহা নামের এক সমাজকর্মী কলকাতা হাইকোর্টের প্রাধান বিচারপতির কাছে মামলা দায়ের করার অনুমতি চান তিনি৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *