স্বাস্থ্যসাথীতে ১৮৮.৯০ কোটির ‘গরমিল’, হলফনামা তলব হাইকোর্টের

স্বাস্থ্যসাথীতে ১৮৮.৯০ কোটির ‘গরমিল’, হলফনামা তলব হাইকোর্টের

 

কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পে বিস্তার গরমিল হয়েছে! ক্যাগকে দিয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার রাজ্যের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিপর্ব চলছে৷

আদালত সূত্রে খবর, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে দায়ের হওয়া মামলায় এবার হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও অর্থ দফতরের সেক্রেটারিকে বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ 

সাস্থ্যসাথী প্রকল্প নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন দুই সমাজকর্মী৷ মামলাকারী অজয় কুমার প্রাসাদ ও অজয় মান্না৷ যে সংখ্যার রোগীর কথা বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাতে ভুল বলে তোলা হয়েছে অভিযোগ৷ যে টাকাও খরচ করার কথা হয়েছিল, তাও সঠিক নয় বলে দাবি মামলাকারীদের৷

আবেদনকারীর বক্তব্য, প্রায় ১৮৮.৯০ কোটি টাকা গরমিল আছে৷ সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে বলা হচ্ছে৷ ২০২০ সালে ফেব্রুয়ারি থেকে ২০২০ জুলাই এই পরিমাণ টাকার গরমিল রয়েছে বলে তোলা হয়েছে অভিযোগ৷ এই সময় পর্যন্ত তদন্ত করা হোক বলে দাবি জানিয়ে দায়ের হয়েছে মামলা৷ এই প্রকল্পে রোগীদের প্রিমিয়ামের কোনও হিসাব নেই বলে দাবি মামলাকারীদের৷ আজ ছিল ওই মামলার শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =