‘আদর্শ এখন পয়সায় বদলে গিয়েছে, তাই মাথায় বিক্রির চিন্তা আসছে’, অভিষেককে পাল্টা দীনেশের

‘আদর্শ এখন পয়সায় বদলে গিয়েছে, তাই মাথায় বিক্রির চিন্তা আসছে’, অভিষেককে পাল্টা দীনেশের

কলকাতা:  দক্ষিণ ২৪ পরগণায় কুপলির জনসভা থেকে এদিন নাম না করে দীনেশ ত্রিবেদীকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার তারই জবাব দিলেন তিনি৷ বললেন, জন্মলগ্ন থেকে দলের একটা আদর্শ ছিল৷ যখন আমরা দলটা তৈরি করেছিলাম তখন অভিষেক বাচ্চা৷ ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা কখনও কি বিক্রি হয়? অভিষেকের পাশাপাশি প্রশান্ত কিশোরকেও এদিন আক্রমণ শানান তৃণমূলের প্রাক্তন সাংসদ৷ 

আরও পড়ুন-  প্রশাসনের চরম গাফিলতি! নর্দমায় পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ স্বাস্থ্যসাথীর ফর্ম

এদিন নাম না করেই অভিষেক বলেন, পশ্চিমবঙ্গের মানুষের আবেগ, ভালোবাসা, সমর্থন নেওয়ার পর দিল্লির কাছে তা বিক্রি করে দেওয়া হচ্ছে৷ দমবন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপি’র আইসিইউ-তে গিয়ে ভর্তি হচ্ছে৷ এর জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, দমবন্ধ নিয়ে কটাক্ষ করে বাংলাকেই অপমান করছে৷ আমরা যখন দলটা তৈরি করেছিলাম, তখন দলের একটা আদর্শ ছিল৷ যখন লড়াই করেছিলাম, তখন আমাদের কাছে পাঁচ-সাত হাজার টাকাও ছিল না৷ কাউকে দিল্লি পাঠাতে হলে সকলের কাছ থেকে ৩০০-৫০০ টাকা করে নিতে হত৷ আজকে হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কনসালটান্টকে৷ ওই টাকাটা গরিবদের দেওয়া উচিত ছিল৷ সেটাই আমাদের আদর্শ ছিল৷ কিন্তু সেই আদর্শে এখন পয়সায় বদলে গিয়েছে৷ সেই জন্যই ওঁর মাথাতেও বিক্রির কথা আসছে৷ 

তিনি আরও বলেন, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, সেটা না নিলে আদর্শটাকেই বিক্রি করা হত৷ অভিষেক এখনও বাচ্চা আছে৷ অনেক বড় হবে৷ আমি ওঁকে শুভেচ্ছা জানাই৷ ওঁকে ছোট থেকে দেখেছি৷ ভালো বক্তৃতা দেয়৷ ওঁর ভবিষ্যৎ আছে৷ কিন্তু সমস্যাটা হল রাজনৈতিক জীবন ম্যারাথনের মতো৷ ১০০ মিটারের রান নয়৷ সবার ভালোবাসা নিয়ে চলতে হয়৷ কথার মধ্যে মাধুর্য থাকা উচিত৷ এই পার্টিটা আমি গড়ে তুলেছিলাম৷ সেখান থেকে এই সিদ্ধান্ত নিয়েছে৷ এর অর্থ নিশ্চয় কিছু একটা আছে৷ 

আরও পড়ুন- বিজেপির ‘রথ’ রুখতে ‘দিদির দূত’ অভিষেক! দলের প্রথম কর্মসূচি

বিজেপি-কে আইসিইউ বলার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, তর্ক বিতর্ক করতে চাই না৷ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের নিজেদের প্রশ্ন করতে হয়৷ মন যে উত্তর দেবে, তা নিয়ে সন্তুষ্ট থাকলে কোনও কিছু নিয়েই চিন্তা করার নেই৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =