বিজেপির ‘রথ’ রুখতে ‘দিদির দূত’ অভিষেক! দলের প্রথম কর্মসূচি

বিজেপির ‘রথ’ রুখতে ‘দিদির দূত’ অভিষেক! দলের প্রথম কর্মসূচি

77c1d91801a2bd95aa08c582eba38771

কলকাতা:  হুড খোলা নীল রং-এর বাস৷ তার উপর দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  অগণিত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চলল তাঁর রোড শো৷  বিজেপি’র রথ রুখতে ‘দিদির দূত’-এর সারথি হলেন অভিষেক৷ 

নীলবাড়িকে নজরে রেখে একুশের ভোটে বাংলায় পদ্ম ফোটানোর তাগিদে জনসংযোগের কৌশল নিয়েছে গেরুয়া শিবির৷ যার মোক্ষম হাতিয়ার বিজেপি’র পরিবর্তন যাত্রা৷ পশ্চিমবাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে ছুটবে এই রথ৷ আর এই রথের দড়িতে টান দিয়েই মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা চালাবে পদ্মব্রিগেড৷ কিন্তু বিজেপি’র এই রথকে কড়া টক্কর দিতে এবার পথে নামল ‘দিদির দূত’৷ যা দিদির বার্তা নিয়ে পৌঁছে যাবে জেলায় জেলায়৷ তবে কি বিজেপি’র ‘পরিবর্তন যাত্রা’র পাল্টা ‘দিদির দূত’?  

আরও পড়ুন-  মহিষাসুর বধ সময়ের অপেক্ষা, বাপের বেটা হলে জয়সীয়ারাম বলাব, চ্যালেঞ্জ অভিষেকের

বঙ্গে ক্রমেই বাড়ছে ভোটের উত্তাপ৷ বাড়ছে নেতাদের আক্রমণের ঝাঁঝ৷ সেইসঙ্গে চলছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কৌশল৷ ভোটমুখী বাংলায় জনসংযোগ বাড়াতে ছুটছে বিজেপি’র রথ৷ তেমনই এবার নাম ‘দিদির দূত’ হয়ে পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন কামালগাছি থেকে সোনারপুরে ‘দিদির দূত’ বাসে চেপেই ৪ কিলোমিটার রাস্তা রোড শো করলেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ দক্ষিণ ২৪ পরগণার কুলপিতে জনসভা শেষ করে এখানে পৌঁছন ডায়মন্ডহারবারের সাংসদ৷ দিদির দূত বাসে এটাই প্রথম কর্মসূচি অভিষেকের৷   

এর আগে বহু বার বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানানো হয়েছে৷ বাংলায় এসে মনীষীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে৷ বিজেপি’কে নিশানায় রেখেই দিদির দূত বাসে লাগানো হয়েছে মনীষীদের ছবি৷   

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগণা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা৷ ২০১৯-এ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র বিজেপি দাপট দেখালেও দক্ষিণ ২৪ পরগণায় দাঁত ফোটাতে পারেনি৷ গড় ধরে রেখেছিল তৃণমূল৷ ডায়মণ্ডবারবার লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই শক্ত ঘাঁটিকে আরও শক্ত করতেই আজ দিদির দূত হয়ে প্রথম কর্মসূচি সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কুলপির জনসভার পর করলেন রোড শো৷ সোনারপুর স্টেশনে এসে থামে  দিদির দূত৷ সেই সময় স্টেশন চত্বরে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের জনস্রোত৷ 

আরও পড়ুন- ‘কথা রাখেননি মুখ্যমন্ত্রী’! ফের রাজপথে আক্রান্ত SSC উত্তীর্ণ বহু চাকরিপ্রার্থী

শনিবারই উদ্বোধন করা হল ‘দিদির দূত’ নামে এই গাড়ির৷ রাজ্যের বিভিন্ন জেলায় পাড়ায় পাড়ায় ঘুরবে এই ভ্যান৷ এর মূলত তিনটি লক্ষ্য৷ প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য কী কাজ করেছেন তা মানুষকে জানানো৷ দ্বিতীয়ত, দিদির দূত বাসে উপস্থিত তৃণমূলের নেতাকর্মীরা মানুষের অভাব অভিযোগ শুনবেন৷ তৃতীয়ত, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি’র অপপ্রচারের জবাবও দিদির দূত ভ্যানের মধ্যে দিয়ে দেওয়া হবে৷ এমনটাই জানিয়েছে তৃণমূল৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *