প্রশাসনের চরম গাফিলতি! নর্দমায় পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ স্বাস্থ্যসাথীর ফর্ম

প্রশাসনের চরম গাফিলতি! নর্দমায় পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ স্বাস্থ্যসাথীর ফর্ম

নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: রাস্তা দিয়ে গেলেই দেখা যাবে পাশের নর্দমায় পরে রয়েছে গুচ্ছ গুচ্ছ সাদা কাগজ৷ কৌতুহলের বশে একটি কাগজ তুলতেই চক্ষু চড়কগাছে এলাকাবাসীদের৷ এ তো স্বাস্থ্যসাথীর ফর্ম৷ যা পড়ে রয়েছে এলাকায় পরিত্যক্ত স্থানে৷ শনিবার এমনই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিনেমা মোড়ের পরিত্যক্ত এলাকায়৷ যা ঘিরে এলাকায় চরমে উত্তেজনা৷ 

দেখা যাচ্ছে, ফর্মগুলি সম্পূর্ণ পূরণ করা হয়েছে৷ তাহলে সেই ফর্ম এখানে ফেলল কে? প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা৷ একইসঙ্গে তাদের কথায় যারা ফর্মগুলি পূরণ করে জমা দিয়েছিল তাদের ফর্মই যদি ফেলে দেওয়া হয় তাহলে তারা আদৌ স্বাস্থ্যসাথী কার্ড পাবে তো? বেশির ভাগ ফর্মেই পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লকের ঠিকানা লেখা রয়েছে৷ 

স্থানীয়দের অনুমান, দুয়ারে সরকার কর্মসূচীতে এই ফর্মগুলি জমা দেওয়া হয়েছিল৷ তবে সেগুলি এখন পড়ে রয়েছে নর্দমা৷ স্থানীয়রা প্রশ্ন তুলছেন তাহলে সরকার কী দুয়ার থেকে নর্দমায় নেমে এল? যদিও পরে, ওই ফর্মগুলি সরিয়ে দেয় স্থানীয় প্রশাসন৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ এই ঘটনায় প্রশ্নের মুখে রামনগর ব্লক প্রশাসন৷ ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা প্রদান করবে রাজ্য সরকার, আজ কুলপি থেকেও সেই কথা বলেছেন ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু স্বাস্থ্যসাথীর ফর্মের যদি এই নমুনা দেখা যায় তাহলে সেই প্রতিশ্রুতি পূরণ হবে তো, প্রশ্ন তুলছেন স্থানীয়রাই৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 15 =