অশান্তি হলে কড়া পদক্ষেপ করতে পিছুপা হব না, শপথ নিয়েই হুঁশিয়ারি মমতার

অশান্তি হলে কড়া পদক্ষেপ করতে পিছুপা হব না, শপথ নিয়েই হুঁশিয়ারি মমতার

কলকাতা: ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর উঠে আসছে৷ বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল বিজেপি৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পরেই টুইট করেন রাজ্যপাল৷ এদিন শপথ গ্রহণ করেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- কোভিড মোবাবিলাই অগ্রাধিকার, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও বিরোধীদের কড়া বার্তা মমতার

এদিন রাজভবনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলাই আমার কাছে আগ্রাধিকার৷ দ্বিতীয় অগ্রাধিকারে রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা৷ তিনি বলেন, ‘‘সমস্ত রাজনৈতিক দলের কাছে শান্তি-শৃঙ্খলা ও সংহতি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি৷ ‘বাংলা অশান্তি পছন্দ করে না৷ আমি নিজেও অশান্তি চাই না৷’’ রাজ্যে যাতে কোনও হিংসা না হয়, সেই আর্জি জানিয়ে মমতা বলেন, ভোট পরবর্তী হিংসা অনেক জায়গাতেই হয়ে থাকে৷ তবে আজ থেকে আইন-শৃঙ্খলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম৷ কঠোর হাতে এই পরিস্থিত মোকিবিলাই হবে আমার দ্বিতীয় কাজ৷ কেউ অশান্তি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে তিনি পিছুপা হবেন  না বলেও সাফ জানিয়ে দেন মমতা৷  

আরও পড়ুন- শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেছিলেন তন্ময়, ‘সিদ্ধান্ত’ নেওয়া হবে, হুঁশিয়ারি সিপিএমের

এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সমাজকর্মী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। বুধবার সকালে এই মামলার শুনানি হবে অতিরিক্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।  রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার খবর আসছে৷ যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা শুরু করেছে বিজেপি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =