কোভিড মোবাবিলাই অগ্রাধিকার, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও বিরোধীদের কড়া বার্তা মমতার

কোভিড মোবাবিলাই অগ্রাধিকার, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও বিরোধীদের কড়া বার্তা মমতার

 

কলকাতা: তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নিলেন তিনি৷ শপথ নেওয়ার পর মমতা ধন্যবাদ জানান রাজ্যপাল জগদীপ ধনকড়, তাঁর পরিবার ও মা-মাটি মানুষকে৷ তিনি বলেন, সারা পৃথিবীজুড়ে, সারা দেশ জুড়ে অনেক মানুষ আছেন যাঁরা বাংলার নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন, তাঁদের সকলেকই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি৷  পাশাপাশি দায়িত্ব নিয়েই অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজ করতে চলেছেন, সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী 

আরও পড়ুন- তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন শপথ নিয়েই মুখ্যমন্ত্রী জানান, আমাদের প্রথম অগ্রাধিকার হবে কোভিড মোকাবিলা করা৷ বেলা সাড়ে ১২টার সময় কোভিড নিয়ে বৈঠক হবে নবান্নে৷ ওই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ৩টের সময় সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার কোভিড নিয়ে কী সিদ্ধান্ত নিল, তা জানানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কাছে শান্তি-শৃঙ্খলা ও সংহতি বজায় রাখার আবেদনও জানান তিনি৷ মমতা বলেন, ‘‘বাংলা অশান্তি পছন্দ করে না৷ আমি নিজেও অশান্তি চাই না৷’’ রাজ্যে যাতে কোনও হিংসা না হয়, সেই আর্জি জানান তিনি৷ মমতা বলেন, ভোট পরবর্তী হিংসা অনেক জায়গাতেই হয়ে থাকে৷ তবে আজ থেকে আইন-শৃঙ্খলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম৷ কঠোর হাতে এই পরিস্থিত মোকিবিলাই হবে আমার দ্বিতীয় কাজ৷ কেউ অশান্তি করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবেন না বলেও সাফ জানিয়ে দেন মমতা৷  

আরও পড়ুন- তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, রাজ্যে ভয়ঙ্কর হয়ে উঠছে কোভিড পরিস্থিতি৷ দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁইছুঁই৷ পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ চারিদিকে যেন মৃত্যু মিছিল৷ হাসপাতালে বেড পাওয়া দুস্কর হয়ে উঠেছে৷  পরিস্থিতি মোকাবিলায় আগেই আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ করোনা মোকাবিলায় কী সিদ্ধান্ত নেয় নব গঠিত সরকার, সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *