টিকা নিতে চান? কী ভাবে নথিভুক্ত করবেন নাম? কাদেরই বা দেওয়া হবে টিকা

টিকা নিতে চান? কী ভাবে নথিভুক্ত করবেন নাম? কাদেরই বা দেওয়া হবে টিকা

b08a885cbc1455322b4a454d2d623273

কলকাতা:  সারা দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ কমসূচি৷ ১ মার্চ থেকে বয়স্কদের টিকা দেওয়ার কথা বলা হয়েছে৷ ১ মার্চ থেকে শুরু হচ্ছে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া৷ নাম নথিভুক্ত করতে পারবেন ৬০ ঊর্ধ্ব ব্যক্তিরা৷ তবে কো-মর্বিডিটি থাকলে ৪৫ বছরের ব্যক্তিরাও নাম নথিভুক্ত করতে পারবেন৷ 

আরও পড়ুন-  বামেদের ব্রিগেড যাচ্ছেন আব্বাস! জোট কি তবে পাকা? থাকছে চমক

কী ভাবে নাম নথিভুক্ত করতে হবে? এর জন্য তিনটি পদ্ধতি নেওয়া হয়েছে৷ প্রথমত, মোবাইলে কোউইন অ্যাপ ইনস্টল করে সেখানে নাম নথিভুক্ত করা যাবে৷ দ্বিতীয়ত, বাড়ির কাছে যে টিকাকরণ কেন্দ্র রয়েছে, সেখানে গিয়েও নাম লেখানো যাবে৷ এছাড়াও স্বাস্থ্য দফতরের তরফেও এলাকা ভিত্তিক কিছু ক্যাম্প করা হবে৷ সেই ক্যাম্পে গিয়েও টিকার জন্য নাম তোলা যাবে৷ নাম নথিভুক্ত করার পরই জানতে চাওয়া হবে তাঁরা কোথা থেকে টিকা নিতে ইচ্ছুক৷ সরকারি হাসপাতালে টিকা নিতে চাইলে নিখরচায় তা পাওয়া যাবে৷ কিন্তু বেসরকারি হাসপাতালে গেলে লাগবে টিকার দাম৷ সেই সঙ্গে টিকা দেওয়ার জন্য ১০০ টাকা সার্ভিস চার্জও দিতে হবে৷ স্বাস্থ্য ভবনের তরফে আপাতত এই গাইডলাইন দেওয়া হয়েছে৷ 

কিন্তু ভ্যাকসিনের কত দাম হবে? তা অবশ্য এখনও ঠিক হয়নি৷ তবে আমাদের রাজ্যে পরিস্থিতি কিছুটা ভিন্ন৷ কারণ রাজ্যবাসীকে বিনা মূল্যে টিকা দিতে চেয়ে  প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টিকা প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে সরাসরি টিকা কিনতে চায় রাজ্য৷ এর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র চাওয়া হয়েছে৷ ভোটের আগে রাজ্যবাসীর টিকাকরণ জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ ফলে এ রাজ্যে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে গেল টাকা লাগবে কিনা, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ 

আরও পড়ুন- ম্যানহোল দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পুরসভার

এদিকে, জেলায় জেলায় ভোটকর্মীদের টিকাকরণের কাজ চলছে৷ প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ১ মার্চ থেকে ১০ হাজার সরকারি ও ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *