ম্যানহোল দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পুরসভার

ম্যানহোল দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পুরসভার

130b5a17c215aa78fe2adfca265ec9e9

কলকাতা: কুঁদঘাটে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ৪ জন শ্রমিকের। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনার প্রেক্ষিতে আজ কলকাতা পুরসভার তরফে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হল।‌ একইসঙ্গে আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। এই কমিটিতে রয়েছেন তিনজন সদস্য। 

এদিন সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম গোটা দুর্ঘটনা‌ কিভাবে ঘটেছে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। পুরো বিষয়টিকে নিছক দুর্ঘটনায় বলা যায় ঠিকই, কিন্তু সার্বিকভাবে কলকাতা পুরসভার অধীনে কর্মরত শ্রমিকদের সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। তাই যতই ক্ষতিপূরণ দেওয়া হোক না কেন, কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার কুঁদঘাট এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে এদিন তলিয়ে যান ৪ শ্রমিক। যদিও দীর্ঘ প্রচেষ্টার পর তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়। পরে ৪ জনের মৃত্যু হয়। 

কুঁদঘাট পাম্প হাউসের সামনে চলছিল ম্যানহোল পরিষ্করণের কাজ। ৪ জন শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছিলেন। পরিষ্কার করার জন্য ম্যানহোলে নেমেছিলেন তাঁরা। কিন্তু সেখানেই তলিয়ে যান সকলে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যান পুলিশ ও দমকল কর্মীরা। তাঁদের চেষ্টাতেই প্রায় ২ ঘন্টা পরে উদ্ধার করা যায় শ্রমিকদের। আহত শ্রমিকদের মধ্যে ২ জন বাঘাযতীনে এবং বাকি ২ জন এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে ৪ জনের মৃত্যু হয়৷ ম্যানহোলের মধ্যে ডুবুরিদের নামিয়ে উদ্ধারকার্য চালানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *