কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির দ্বৈরথের মাঝে মাথা চারা দিয়ে উঠছে তৃতীয় শক্তিও। দুই শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে জোর বাড়ানোর জন্য আগেই জোট বেঁধেছে বাম-কংগ্রেস। এবার সেই জোটে সামিল হওয়ার ইঙ্গিত আরো জোরদার করলেও পীরজাদা আব্বাস সিদ্দিকী।
রবিবার ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে হাজির থাকবেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) নেতা আব্বাস সিদ্দিকীও, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ব্রিগেডে যাওয়ার সিদ্ধান্ত নিজেই জানিয়েছে আইএসএফ নেতা। এখনও পর্যন্ত বাম-কংগ্রেসের সঙ্গে জোট নিশ্চিত হয়নি আইএসএফ-এর, কিন্তু দীর্ঘদিন ধরেই তা নিয়ে চলছে জল্পনা। এমনকি জোট বাঁধতে আগ্রহ প্রকাশ করেছেন তিন শিবিরই। কিন্তু ভোটের আগে এই মহাজোটের আসন রফা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দলীয় নেতৃত্ব। এই আবহে বামেদের ব্রিগেডে আব্বাস সিদ্দিকীর থাকা না থাকা ছিল লাখ টাকার প্রশ্ন।
এদিন সাংবাদিকদের সামনে আব্বাস সিদ্দিকী বলেন, বামেদের সঙ্গে তাঁর সমঝোতার রাস্তা তৈরি হয়েছে। তাই ২৮ তারিখের ব্রিগেডে তিনিও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ব্রিগেডে থাকার কথা আগেই জানিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সিদ্দীকীর ঘোষণার পর তাই রবিবার ব্রিগেডে একপ্রকার মহাজোটের ট্রেলার দেখতে চলেছে বাংলা। এদিন সিদ্দিকী জানান, ৩০ আসনে বামেদের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে আলোচনা ঝুলে রয়েছে এখনও।
সূত্রের খবর, মালদহ মুর্শিদাবাদে আসন দাবি করেছেন আব্বাস সিদ্দিকী, কিন্তু শক্ত ঘাঁটি ছাড়তে নারাজ কংগ্রেস। তবে ইতিমধ্যে আব্বাসের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে বেশ কয়েকটি আসন ছেড়েছে বামেরা। যার মধ্যে ভাঙর, নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও বেশ কয়েকটি আসনে রফাসুত্র বেরিয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছেন আব্বাস নিজেই। কংগ্রেসের সঙ্গে সমস্যা মিটে যাবে বলেই আশাবাদী তিনি।