হাইকোর্টের নির্দেশ, ১৪ বার আবেদন খারিজের পর বদলি দুই শিক্ষকের

হাইকোর্টের নির্দেশ, ১৪ বার আবেদন খারিজের পর বদলি দুই শিক্ষকের

কলকাতা: শিক্ষক বদলি নিয়ে বার বার সরব হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুলের ছাত্র-শিক্ষকের অনুপাত নিয়েও রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু এরই মাঝে দুই শিক্ষকের বদলির অনুমতি দিলেন অন্য এক বিচারপতি, অনিরুদ্ধ রায়। জানা গিয়েছে, ওই দুই শিক্ষকের আবেদন ১৪ বার খারিজ হয়েছিল। অবশেষে তারা বদলি পেলেন। 

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

মালদহ জেলার ভাদো বিএস হাইস্কুলের কর্মশিক্ষা-শরীরশিক্ষা এবং বাংলার শিক্ষক ২০১৩ সালের এসএলএসটি নিয়োগে চাকরি পান। তারা হলেন শরিফুল ইসলাম ও গৌতম প্রামাণিক। তারা দুজনেই বাড়ির কাছাকাছি বদলি চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু স্কুলের পরিচালন কমিটি দুই শিক্ষকের বদলির আবেদন করার জন্য যে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি দরকার, তা তাঁদের দিচ্ছিল না। নিয়ম অনুযায়ী কোনও শিক্ষক স্কুলে ৫ বছর চাকরি করার পর তিনি বদলির আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্কুল তাকে বদলির এনওসি দিয়ে দেবে। কিন্ত সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছিল।