Aajbikel

নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

 | 
নওশাদ

জাঙ্গিপাড়া: অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে টানাপোড়েনের মাঝেই টানা ৪২ দিন বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। শনিবার সেই খবর হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পৌঁছতেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে। রাস্তায় নেমে অনুব্রতর কায়দায় যাত্রীদের মধ্যে নকুলদানা বিলি করলেন তাঁরা৷ একদা গুড়-বাতাসার মতো ক্ষুদ্র মিষ্টান্ন দেওয়ার নিদান দিয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্পতাপ নেতা অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন- চাকরি খোয়ালেন আরও ১৫৭ জন ‘অযোগ্য’ শিক্ষক! সুপারিশপত্র বাতিল করল কমিশন

শনিবার প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পান নওশাদ সিদ্দিকে। জেল থেকে বেরনোর পরই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর গ্রেফতারির বিরোধিতায় সোচ্চার হন৷ জানান, তিনি কৌস্তভের পাশে আছেন৷ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে ভাঙড়ের বিধায়ক নওশাদের মুক্তির খবর পৌঁছতেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে আইএসএফ সমর্থকদের মধ্যে। তাঁরা নওশাদের ছবি হাতে রাস্তায় নেমে পড়েন। রাস্তার উপরেই আবির খেলেন। সেই সঙ্গে রাস্তা দিয়ে যাওয়া যাত্রীদের থামিয়ে তাঁদের হাতে নকুলদানা তুলে দেন। আইএসএফের হুগলি জেলার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘‘অনুব্রত মণ্ডল দিল্লি যাচ্ছেন। আর নওশাদ সিদ্দিকি ঘরে ফিরছেন। সেই আনন্দে আমরা মানুষের মধ্যে নতুনদানা বিলি করছি। অন্যায় ভাবে ওঁকে ৪০ দিন জেলে আটকে রাখা হয়েছিল। এর জবাব তৃণমূল সাগরদিঘিতে পেয়েছে। আগামিদিনে পঞ্চায়েত ভোটেও উত্তর পাবে।’’ 


 

Around The Web

Trending News

You May like