Aajbikel

চাকরি খোয়ালেন আরও ১৫৭ জন ‘অযোগ্য’ শিক্ষক! সুপারিশপত্র বাতিল করল কমিশন

 | 
হাইকোর্ট

কলকাতা: চাকরি হারানোর পথে নবম-দশম শ্রেণির আরও ১৫৭ জন ‘অযোগ্য’ শিক্ষক৷ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে ওই ১৫৭ জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল করে দেওয়া হল৷  হাইকোর্টের নির্দেশের পর ফের বড় সিদ্ধান্ত নিল কমিশন।

আরও পড়ুন- মমতাকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল গজাব না, জামিন পেয়েই চ্যালেঞ্জ ছুড়লেন কৌস্তভ


২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে ভূরি ভূরি অভিযোগ রয়েছে৷ নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছে। যা নিয়ে মামলা চলছে হাইকোর্টে। কমিশন আদালতে জানিয়েছিল, ৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃতি করে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৮০৫ জন বর্তমানে চাকরি করছেন বলে জানায় মধ্যশিক্ষা পর্ষদ৷ 

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮০৫ জন ‘অযোগ্য’ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। অবিলম্বে তাঁদের বেতন বন্ধ করতে বলেন তিনি। উচ্চ আদালতের নির্দেশ আসার পরেই  ধাপে ধাপে ৮০৫ জন ‘অযোগ্য’ শিক্ষকের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করে কমিশন।


প্রথম ধাপে ৬১৮ জন ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করে তাঁদের সুপারিশপত্র বাতিল করা হয়৷ দ্বিতীয় ধাপে আরও ১৫৭ জনের জন্য একই পদক্ষেপ করে কমিশন। দুই দফা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৭৭৫ জনের সুপারিশপত্র বাতিল করা হয়েছে৷ শুক্রবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে আরও ১৫৭ জনের তালিকা প্রকাশ করে কমিশন। এবার চাকরি হারাতে চলেছেন তাঁরাও৷ 

Around The Web

Trending News

You May like