কলকাতা: জামিন পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী৷ ব্যাঙ্কশাল আদালত তাঁকে জামিন দেওয়ার পরেই কৌস্তভের হুঁশিয়ারি, ‘‘আগে মাথার চুল কামাব, তারপর কথা হবে। যতদিন না মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারছি,ততদিন আমার মাথার চুল রাখব না।’ তবে এটা নিছকই তাঁর মৌখিক ভাষণ ছিল না৷ জামিন পাওয়ার পর আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা কামাতে বসে পড়েন কৌস্তভ৷
আরও পড়ুন- মিলল না স্বস্তি! ১ লক্ষ টাকা জরিমানা করল হাই কোর্ট, দিল্লি যেতেই হবে অনুব্রতকে
তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ এবার আরও ভাল ভাবে চিনল৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেবো৷ আরও কঠিন লড়াই আসছে৷ আদালতের লড়াইয়ে নাস্তানাবুদ করব৷ এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রেমী মানুষের জয়৷’
হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার মধ্যরাতে ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ৷ কাকভোরে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে। কিন্তু, আদালতে পুলিশের যুক্তি ধোপে টিকল না৷ শনিবার বিকেলেই জামিন পেলেন কৌস্তভ। গ্রেফতারির সাড়ে ৮ঘণ্টার মধ্যেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর করে আদালত৷ আর জামিনের পরই মাথা ন্যাড়া করতে বসেন তিনি। রাস্তায় বসেই চুল কামাতে শুরু করেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে দেন কৌস্তভ৷
শনিবার ব্যাঙ্কশাল আদালত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কৌস্তভকে জামিন দেয়। তাঁর জামিনের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্য আইনজীবীরা। মস্তক মুণ্ডনের পর এদিন কৌস্তভ বলেন, যদি মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>