খুব শীঘ্রই দিল্লি যাচ্ছেন অনুব্রত! পুলিশ এবং ইডির ভূমিকা বুঝিয়ে দিল আদালত

খুব শীঘ্রই দিল্লি যাচ্ছেন অনুব্রত! পুলিশ এবং ইডির ভূমিকা বুঝিয়ে দিল আদালত

কলকাতা: গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে জটিলতা বাড়ছিল। কিন্তু সোমবার এই বিষয়ে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়ে দিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এবং ইডির ভূমিকা কী কী হবে। এই নির্দেশের পর বলা যায়, তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনও বাধা নেই। 

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

আদালত জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দিতে হবে পুলিশকেই। আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। এরপর কেন্দ্রীয় হাসপাতালে তাঁকে চিকিৎসা করিয়ে ফিট সার্টিফিকেট নেওয়ার পর ইডি অনুব্রতকে নিজেদের সঙ্গে নেবে। তারপর তারা তাঁকে নিয়ে বিমানে দিল্লি রওনা হবে। যত দ্রুত সম্ভব এই নির্দেশ পালন করার কথা বলেছে আদালত। তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে আসা হলে, তাঁর ঠিকানা হবে তিহাড় জেল৷ যেখানে রয়েছেন দেশের হাই প্রোফাইল অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতীরা। দিল্লির তিহাড় জেল বহু সাজাপ্রাপ্ত আসামীরই ঠিকানা৷