কোনওভাবেই ছুটি বরদাস্ত নয়! ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা সরকারের

কোনওভাবেই ছুটি বরদাস্ত নয়! ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা সরকারের

কলকাতা: ১০ তারিখ অর্থাৎ শুক্রবার ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মী সংগঠনের একাংশ। সেই ধর্মঘটের বিরোধিতা আগে থেকেই করেছে রাজ্যের শাসক দল এবং প্রশাসনও। এবার সেই প্রেক্ষিতে কড়া বার্তা দিয়ে বিবৃতি প্রকাশ করল রাজ্য সরকার। স্পষ্টভাবে জানান হয়েছে, ১০ মার্চ কোনও ভাবেই কোনও ছুটি বরদাস্ত করা হবে না। দিনের প্রথমার্ধে হোক কিংবা দ্বিতীয়ার্ধে, এই দিনটিতে কোনও ছুটি নেওয়া যাবে না। 

আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আন্দোলন চলছে। বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হলেও বাস্তবের বিক্ষোভে কোনও নড়চড় হয়নি। ইতিমধ্যেই দু’দিন কর্মবিরতি পালন করেছে সরকারি কর্মী সংগঠন। তারাই আগামী ১০ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে। যৌথ সংগঠন রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটকে সফল করার জন্য তারা জেলায় জেলায় প্রচারও হয়েছে। কিন্তু এই নিয়েই এবার স্পষ্ট নির্দেশ দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই বিস্তারিতভাবে ১০ তারিখের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।