Aajbikel

কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?

 | 
অনুব্রত

কলকাতা: ইতিমধ্যেই আসানসোল থেকে কলকাতায় এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল৷ তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে৷ সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে৷ চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলেই অনুব্রতকে নিয়ে সোজা দিল্লি রওনা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কলকাতা বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষা করছে  এয়ার অ্যাম্বুলেন্স৷ অনুব্রতকে যদি চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দেন, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা রয়েছে ইডি-আধিকারিকদের। ফিসচুলা সহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে কেষ্টর। সব দিক বিবেচনা করেই ইডির এই প্রস্তুতি৷ 

আরও পড়ুন- চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি, ভিজতে পারে ৬ জেলা

জানেন কি এয়ার অ্যাম্বুলেন্স কী? অনুব্রতকে এই এয়ার অ্য়াম্বুলেন্সে চাপিয়ে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার খরচই বা কত? কী কী বিশেষ ব্যবস্থা থাকে এতে? কী কী নিয়মই বা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য? কাদের নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে? জানা গিয়েছে, এই ধরনের প্রাইভেট জেটে করে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ অনেকটাই। এই সফরের জন্য পৌনে ১০ লক্ষ টাকা থেকে সাড়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

এই পরিষেবাকে বলা হয় বেড টু বেড ট্রান্সফার। এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে থাকে ডাক্তার, প্যারামেডিক ও অ্যাটেন্ড্যান্ট। এর পাশাপাশি থাকে একটি ভ্রাম্যমান আইসিইউ৷ এয়ার অ্যাম্বুলেন্সের অন্দর সজ্জাও খানিক আলাদা৷ সাধারণত বাণিজ্যিক বিমান অর্থাৎ যে সকল বিমানে আমরা আকাশ পথে সফর করি, সেই ধরনের বিমানে বেশ কয়েকটি আসন সরিয়ে সেখানে স্ট্রেচারের ব্যবস্থা করা হয়। তবে রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে,তাঁকে প্রাইভেট জেটে করে নিয়ে যাওয়া হয়। সেখানে কেবল রোগী, তাঁদের পরিজন ও চিকিৎসকরাই থাকেন। এক্ষেত্রে অনুব্রতর সঙ্গে থাকবেন ইডির আধিকারিকরা।

Around The Web

Trending News

You May like