চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি, ভিজতে পারে ৬ জেলা

কলকাতা: মার্চ মাস পড়ার আগেই ভরা গরম পড়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসেই ৩০ ডিগ্রি ছুঁয়েছিল তাপমাত্রার পারদ, মার্চে যে তা আরও বাড়বে তার আভাস দেওয়াই হয়েছে। তবে ভরা বসন্তের এই সময়ে আবার বৃষ্টির পূর্বাভাস এল। চলতি সপ্তাহেই হতে পারে ঝড়বৃষ্টি, ভিজতে পারে অন্তত ৬ জেলা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে বলেই আভাস দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কলকাতায় কোনও রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি মেঘলা আকাশ দেখার সম্ভাবনাও কম। শহরে বৃষ্টি না হলেও মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমঘেঁষা জেলাগুলি ভিজবে চলতি সপ্তাহে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে বুধবার থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি ওই অঞ্চলে লেগেই থাকে। বিগত কয়েক সপ্তাহেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তরের জেলায়। আবহাওয়াবিদরা মনে করছেন, চলতি সময়ের এই বৃষ্টিতে গুমোট গরমের একটু হলেও স্বস্তি মিলবে। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরের দিকে তা ৪০ ডিগ্রি ছুঁলেও অবাক হওয়ার কিছু থাকবে না।