Aajbikel

আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?

 | 
ভুবন

দুবরাজপুর: এক গানেই ভুবন খ্যাত হয়েছিলেন ভুবন বাদ্যকর৷ তাঁর কাঁচা বাদাম গানে কোমর দুলিয়েছিল আসমুদ্র হিমাচল৷ রাতারাতি বিখ্যাত হয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদামকাকু। কিন্তু সেই গ্রামে এখন আর থাকেন না ভুবন। গ্রামে সদ্য তৈরি করা তাঁর সাধের বাড়ির দরজায় এখন তালা ঝুলছে৷ ভুবনের নতুন ঠিকানা এখন দুবরাজপুর শহর।

আরও পড়ুন- কেষ্ট জেল থেকে বেরতেই ‘চড়াম চড়াম’ বাজল ঢোল, জেলের সামনের রাস্তা গঙ্গা জলে ধুইয়ে ‘শুদ্ধ’ করল BJP


কিন্তু সাধের বাড়ি ছেড়ে কেন অন্য ঠিকানায় গেলেন বাদাম কাকু? প্রথমসারির এক সংবাদমাধ্যমকে ভুবন বলেন,  ‘‘মানুষ মনে করেন ‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর আমার অনেক টাকাপয়সা হয়েছে। কিন্তু আমার কাছে বেশি টাকাপয়সা নেই। যেটুকু পেয়েছিলাম বাড়ি করে ফেলেছি। নিজের গ্রামের অভিজ্ঞতাও তাঁর বেশ তিক্ত৷ ভুবন জানান, তাঁর কাছে দাবি দাওয়া নিয়ে এসেছিলেন গ্রামের কিছু মানুষ৷ সেই দাবি না মেটানোয় তাঁর আই ফোন নিয়ে চলে গিয়েছিল তাঁরা। ভুবন জানান, তাঁর ফোন নিয়ে চলে যাওয়ার পরই তিনি শহরে  পালিয়ে আসেন। তাঁর কথায়, ‘‘ওরা আমার কাছে 
টাকাপয়সা চেয়েছিল। দিতে পারিনি। আমি যখন শুয়েছিলাম তখন আমার আই ফোনটা নিয়ে পালাল।’’ ভুবন জানিয়েছেন,  দুবরাজপুর শহরে চাকরি পেয়েছে তাঁর ছেলে। ছেলে এখানে ডিউটি করেন বলে তাঁরাও এখানে রয়েছেন৷ 

Around The Web

Trending News

You May like