Aajbikel

কেষ্ট জেল থেকে বেরতেই ‘চড়াম চড়াম’ বাজল ঢোল, জেলের সামনের রাস্তা গঙ্গা জলে ধুইয়ে ‘শুদ্ধ’ করল BJP

 | 
বিজেপি

আসানসোল: দোলের দিন সকালে আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশে গাড়ি রওনা দিতেই উঞসবের আমেজ৷ ঢাক-ঢোল পিটিয়ে, আবির খেলে উৎসবের মাতলেন আসানসোলের বিজেপি নেতা-কর্মীরা। এখানেই ক্ষান্ত থাকেননি তাঁরা৷ গোবর জল ছিটিয়ে আসানসোল সংশোধনাগার চত্বর ‘শুদ্ধকরণ’-এর কাজও শুরু করলেন তাঁরা।

আরও পড়ুন- কচুরি, ছোলার ডাল, ল্যাংচা, রাজভোগে শক্তিগড়ে প্রাতরাশ কেষ্টর, বিল মেটালেন কে? 

মঙ্গলবার সকাল থেকেই আসানসোল সংশোধনাগারের বাইরে অপেক্ষা করছিলেন বিজেপি’র আসানসোল উত্তর মণ্ডল কমিটির সদস্যরা। অনুব্রতকে নিয়ে পুলিশেরকনভয় বেরিয়ে যেতেই শুরু হয়ে যায় তাঁদের আবির খেলা৷ সঙ্গে বাজতে থাকে ঢাক-ঢোল৷ রীতিমতো উল্লাসে মাতেন বিজেপি’র কর্মী সমর্থকরা। একই সঙ্গে সংশোধনাগারের বাইরের রাস্তায় গোবর এবং গঙ্গাজল ছেটাতেও দেখা যায় বিজেপি’র মহলি কর্মীদের।

বিজেপির আসানসোল জেলা সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল এই ধরনের গরু চোরদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত অনুব্রতকে আদালতের নির্দেশে দিল্লি যেতেই হল। সেই জন্য আসানসোল সংশোধনাগারের সামনে গঙ্গা এবং গোবর জল দিয়ে শুদ্ধকরণ করা হল।’’

এদিন সকাল পৌনে সাতটা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রতকে বার করে আনা হয়। কলকাতার জোকা ইএসআই হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর ফিট সার্টিফিকেট নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবে ইডি। 

Around The Web

Trending News

You May like