দিল্লিতেও অনুব্রতকে লক্ষ্য করে ‘গরুচোর’ স্লোগান, অস্বস্তিতে তৃণমূল নেতা

দিল্লিতেও অনুব্রতকে লক্ষ্য করে ‘গরুচোর’ স্লোগান, অস্বস্তিতে তৃণমূল নেতা

নয়াদিল্লি: বাংলায় তাঁকে দেখে ‘গরুচোর’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এবার তা ঘটল দিল্লিতেও। গরু পাচার মামলায় বর্তমানে নয়াদিল্লিতে ইডি হেফাজতে আছেন গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আদালতের নির্দেশে তাঁকে প্রতিদিন চেকআপ করাতে হাসপাতালে নিয়ে যেতে হয় ইডি আধিকারিকদের। এদিনও চেকআপ শেষে হাসপাতাল থেকে বের করার পর অনুব্রতকে দেখে কেউ ‘গরুচোর’ বলে চিৎকার করে ওঠে। যদিও সেই ব্যক্তি নাম, পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?

এদিন সকালে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে যখন বের করে আনা হচ্ছিল ঠিক সেই সময়ে এক ব্যক্তি ‘চোর’ স্লোগান দিতে শুরু করে। তাঁকে বলতে শোনা যায়, ‘কেষ্টদা গরু চোর, ভাগ রাহা হ্যায়।’ একবার নয়, পরপর দু’বার এই স্লোগান তোলেন ওই ব্যক্তি। মনে রাখতে হবে, কলকাতা থেকে দিল্লি আনার আগে জোকার ইএসআই হাসপাতাল থেকে বার হওয়ার সময়ও অনুব্রতকে দেখে ‘গরুচোর’ স্লোগান তোলা হয়েছিল। এবার সেই একই ঘটনা রাজধানী দিল্লিতেও ঘটল।