Aajbikel

ব্রেকিং: দিল্লিতে ধর্নার দিনেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

 | 
অভিষেক

 কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি-র সমন। এ বারও পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ডাকা হল তাঁকে। আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা আদায়ে দিল্লিতে মোদীর দুয়ারে আন্দোলন করবে তৃণমূল৷ ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেছে রাজ্য়ের শাসক শিবির৷ ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেকে৷ সেই সময় দিল্লিতে থাকার কথা তাঁর। আর ঠিক সেই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  তলব করা হল। উল্লেখ্য এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে৷ ফলে তিনি শেষ পর্যন্ত সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বরং তলবে সাড়া দিয়ে পৌঁছন ইডি-র দফতরে৷ প্রায় সাড়ে ন’ঘ্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে তিনি বেরিয়ে আসেন৷ 

 

ইডির সমন পাঠানোর কথা নিজেই এক্স হ্যান্ডলে জানিয়েছেন অভিষেক। সেই সঙ্গে নাম না করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। অভিষেক টুইটে লেখেন, ‘‘ঠিক যখন বাংলার পাওনার দাবিতে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝাই যাচ্ছে কারা প্রকৃত ভীত-সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’’

এই নিয়ে চারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর মধ্যে এক বার দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দ্বিতীয়বার ডাকা হয় পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রার মাঝে৷ কিন্তু প্রচারে ব্যস্ত থাকায় অভিষেক সেই সময় সিজিও কমপ্লেক্সে আসেননি৷  জানিয়ে দেন, প্রচার ছেড়ে ইডির দফতরে যাওয়া সম্ভব নয়। ভোট শেষ হওয়ার পর ডাকলে যাবেন। সেই মতো সেপ্টেম্বরের শুরুতেই তলব করা হয় অভিষেককে৷ কিন্তু সেই সময়ও ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। তা সস্ত্বেও অভিষেক কথা রাখেন। বৈঠকে না গিয়ে হাজিরা দেব ইডির দফতরে৷ এও বলেন, ডাকলে আবার আসবো। একই সঙ্গে জানিয়ে দেন, এই ঘণ্টার পর জিজ্ঞাসাবাদের নিট ফল শূন্য। এখন চতুর্থবার সমনে তিনি সাড়া দেবেন নাকি, দিল্লি রওনা দেবেন, সেটাই দেখার৷ 

Around The Web

Trending News

You May like