অর্জুনের বাড়িতে ১৬৫টি সিসিটিভি, অন্য গন্ধ পাচ্ছেন কর্মীরা

অর্জুনের বাড়িতে ১৬৫টি সিসিটিভি, অন্য গন্ধ পাচ্ছেন কর্মীরা

বারাসত: তিনদিন আগে ব্যারাকপুর কেন্দ্রের সংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পরে নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও, সাংসদের বাড়িতে দুষ্কৃতী হামলার নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারই জেরে শনিবার সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি কাম অফিস মজদুর ভবন সংলগ্ন এলাকায় ১৬৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হল।

বলা বাহুল্য, দুষ্কৃতী কার্যকলাপে জড়িতদের নাগাল পেতে প্রশাসনের এই তৎপরতা। সূত্র বলছে, সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে এনআইএ। এদিন দুপুরে আচমকায় প্রশাসনের লোকজনকে হাজির হতে দেখা যায় অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায়৷ এরপরই মজদুর ভবনে বিজেপি সাংসদের বাড়ি সংলগ্ন এলাকা কার্যত মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায়৷

যদিও এবিষয়ে বিজেপি সাংসদের অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷  তবে বিজেপি সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর: সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য সাংসদের তরফে প্রশাসনের কাছে কোনও আবেদন জানানো হয়নি৷ তাহলে কেন এই পদক্ষেপ? এখানেই সিঁদুরে মেঘ দেখছেন কর্মীরা৷ তাঁদের কথায়, অর্জুন সিংয়ের গতিবিধি এবং কারা কারা আসা-যাওয়া করছেন সেই নজরদারির জন্যই হয়তো এমন ব্যবস্থা করা হল৷ কারণ, সম্প্রতি সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনার পর সাংসদের বিরুদ্ধেই মজদুর ভবনটিকে দুষ্কৃতীদের আখড়া বানানোর জোরালো অভিযোগ করেছিলেন তৃণমূলের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম৷

তৃণমূল বিধায়ক দাবি করেছিলেন, ‘‘সাংসদের বাড়িতে হামলা হয়নি৷ সাংসদের লোকজন সাধারণ মানুষের ওপর হামলা করছে। ওই মজদুর ভবনের সামনে দিয়ে গেলে সাধারণ মানুষকে যখন তখন ধরে মারধর করা হচ্ছে৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই এই তাণ্ডব চালানো হচ্ছে৷’’ অবিলম্বে পুলিশকে সক্রিয় হওয়ার দাবিও জানান তিনি৷ এরপরই সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অর্জুন অনুগামীদের অন্দরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =