ব্রেকিং: দিল্লিতে ধর্নার দিনেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

ব্রেকিং: দিল্লিতে ধর্নার দিনেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

e9d8fd46f7414654ba3ee7410110040d

 কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি-র সমন। এ বারও পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ডাকা হল তাঁকে। আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা আদায়ে দিল্লিতে মোদীর দুয়ারে আন্দোলন করবে তৃণমূল৷ ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেছে রাজ্য়ের শাসক শিবির৷ ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেকে৷ সেই সময় দিল্লিতে থাকার কথা তাঁর। আর ঠিক সেই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  তলব করা হল। উল্লেখ্য এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে৷ ফলে তিনি শেষ পর্যন্ত সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বরং তলবে সাড়া দিয়ে পৌঁছন ইডি-র দফতরে৷ প্রায় সাড়ে ন’ঘ্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে তিনি বেরিয়ে আসেন৷ 

 

ইডির সমন পাঠানোর কথা নিজেই এক্স হ্যান্ডলে জানিয়েছেন অভিষেক। সেই সঙ্গে নাম না করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। অভিষেক টুইটে লেখেন, ‘‘ঠিক যখন বাংলার পাওনার দাবিতে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝাই যাচ্ছে কারা প্রকৃত ভীত-সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’’

এই নিয়ে চারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর মধ্যে এক বার দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দ্বিতীয়বার ডাকা হয় পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রার মাঝে৷ কিন্তু প্রচারে ব্যস্ত থাকায় অভিষেক সেই সময় সিজিও কমপ্লেক্সে আসেননি৷  জানিয়ে দেন, প্রচার ছেড়ে ইডির দফতরে যাওয়া সম্ভব নয়। ভোট শেষ হওয়ার পর ডাকলে যাবেন। সেই মতো সেপ্টেম্বরের শুরুতেই তলব করা হয় অভিষেককে৷ কিন্তু সেই সময়ও ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। তা সস্ত্বেও অভিষেক কথা রাখেন। বৈঠকে না গিয়ে হাজিরা দেব ইডির দফতরে৷ এও বলেন, ডাকলে আবার আসবো। একই সঙ্গে জানিয়ে দেন, এই ঘণ্টার পর জিজ্ঞাসাবাদের নিট ফল শূন্য। এখন চতুর্থবার সমনে তিনি সাড়া দেবেন নাকি, দিল্লি রওনা দেবেন, সেটাই দেখার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দিল্লিতে তলব করে ফের অভিষেককে নোটিশ পাঠাল ED

দিল্লিতে তলব করে ফের অভিষেককে নোটিশ পাঠাল ED

3cbff48424bab7412079a9e970e61c14

কলকাতা:  কয়লা-কাণ্ডে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব৷ তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ আগামী ২১ সেপ্টেম্বর দিল্লির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- অর্জুনের বাড়িতে ১৬৫টি সিসিটিভি, অন্য গন্ধ পাচ্ছেন কর্মীরা

গত সোমবার দিল্লির জামনগরে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ এর পর দিল্লিতে দাঁড়িয়েই বিজেপি’র বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি৷ অভিষেক বলেন, ২০২৪-এ আমরাই হারাব বিজেপি’কে৷ সেই সঙ্গে তিনি আরও জানান, আরও ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে আছেন৷ ইডি-র দফতর থেকে বেরিয়ে বলেছিলেন,  ১০ পয়সার লেনদেন প্রমাণ করতে পারলে হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠব৷ যাঁদের হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে তাঁদের কিছু করা হচ্ছে না৷ কারণ তাঁরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যুক্ত হয়ে গিয়েছেন। এই কারণে হয়ত তাদের সাত খুন মাফ। 

আরও পডুন- ত্রিপুরায় তৃণমূলের শক্তি বৃদ্ধির মাঝেই BJP-কে বিঁধতে রাজ্যে আসছেন মানিক সরকার

সোমবার জেরার ৪৮ ঘণ্টা পর ফের তাঁকে দিল্লিতে তলব করা হয়৷ তবে অভিষেক জানিয়ে দেন তিনি হাজিরা দিতে পারবেন না৷ যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো৷ কলকাতার মামলায়  কেন তাঁকে দিল্লিতে তলব করা হবে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি৷ এর পর শনিবার ফের নোটিশ পাঠানো হল ডায়মন্ড হারবারের সাংসদকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *