দিল্লিতে তলব করে ফের অভিষেককে নোটিশ পাঠাল ED

দিল্লিতে তলব করে ফের অভিষেককে নোটিশ পাঠাল ED

কলকাতা:  কয়লা-কাণ্ডে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব৷ তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ আগামী ২১ সেপ্টেম্বর দিল্লির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- অর্জুনের বাড়িতে ১৬৫টি সিসিটিভি, অন্য গন্ধ পাচ্ছেন কর্মীরা

গত সোমবার দিল্লির জামনগরে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ এর পর দিল্লিতে দাঁড়িয়েই বিজেপি’র বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি৷ অভিষেক বলেন, ২০২৪-এ আমরাই হারাব বিজেপি’কে৷ সেই সঙ্গে তিনি আরও জানান, আরও ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে আছেন৷ ইডি-র দফতর থেকে বেরিয়ে বলেছিলেন,  ১০ পয়সার লেনদেন প্রমাণ করতে পারলে হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠব৷ যাঁদের হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে তাঁদের কিছু করা হচ্ছে না৷ কারণ তাঁরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যুক্ত হয়ে গিয়েছেন। এই কারণে হয়ত তাদের সাত খুন মাফ। 

আরও পডুন- ত্রিপুরায় তৃণমূলের শক্তি বৃদ্ধির মাঝেই BJP-কে বিঁধতে রাজ্যে আসছেন মানিক সরকার

সোমবার জেরার ৪৮ ঘণ্টা পর ফের তাঁকে দিল্লিতে তলব করা হয়৷ তবে অভিষেক জানিয়ে দেন তিনি হাজিরা দিতে পারবেন না৷ যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো৷ কলকাতার মামলায়  কেন তাঁকে দিল্লিতে তলব করা হবে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি৷ এর পর শনিবার ফের নোটিশ পাঠানো হল ডায়মন্ড হারবারের সাংসদকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *