সারদাকাণ্ডে এবার কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

সারদাকাণ্ডে এবার কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

কলকাতা: ফের তৃণমূলের ঘরে ইডি’র হানা৷ এবার কুণাল ঘোষ এবং শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁদের প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর৷ সারদা চিট ফান্ড কাণ্ডে এখনও পর্যন্ত ৬০০ কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এবার তৃণমূলের মুখমাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবং সাংসদ শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর মিলল৷ পাশাপাশি সারদা গ্রুপের ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়ের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন-  খাস কলকাতায় পদযাত্রা করবেন খোদ প্রধানমন্ত্রী! তবে কি মমতার দেখানো পথেই হাঁটছেন নমো?

কদিন আগেই কুণাল ঘোষ দাবি করেছিলেন, তিনি যে টাকা পেয়েছিলেন, সেই টাকা ফেরত দেবেন। ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু এর আগেই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কুণাল ঘোষ ছিলেন সারদার মিডিয়া গ্রুপের সিইও। অন্যদিকে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী রায়। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। সারদা মামলায় এর আগে একাধিকবার তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের কাছ থেকে হিসেব নিকেশ চাওয়া হয়েছিল৷ তার পরিপ্রেক্ষিতেই আজ তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল৷ 

আরও পড়ুন- মর্মান্তিক! এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খড়্গপুরে নিহত ৩ রেলকর্মী

যদিও সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা অস্বীকার করেছেন কুণাল ঘোষ৷ তিনি বলেন, আমার কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি৷ কোন সূত্রে কী খবর মিলেছে, তা আমার জানার কথা নয়, দায়িত্বও নয়৷ আমার সঙ্গে ইডি’র কথা হয়েছে৷ এছাড়া ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে যখন দুর্নীতির কোনও নামগন্ধও ছিল না, এই সময়ই এই সংস্থা থেকে পাওয়া জিনিস ফেরত দিয়েছি৷ দেওয়ার কথা অবশ্য ছিল না৷ সবটাই ছিল বৈধ৷ শুধু বেতন নয়, সমস্ত সংবাদমাধ্যম চিটফান্ডের যে বিজ্ঞাপন নিয়েছে, আমি সেই বিজ্ঞাপন সহ ফেরত দিয়েছি৷ ফলে নতুন করে আমার কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *