ভোটের দিন টাকা বিলি! সায়ন্তিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি’র

ভোটের দিন টাকা বিলি! সায়ন্তিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি’র

বাঁকুড়া:  চলছে দ্বিতীয় দফার ভোট৷ বিভিন্ন জায়গা থেকে মিলেছে বিক্ষেপ্ত অশান্তির খবর৷ এরই মধ্যে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ তাঁৎ বিরুদ্ধে ভোটের দিন টাকা বিলি করার মতো বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি৷ 

আরও পড়ুন-  যথাযথ কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, দায়িত্বে শিথিলতা কমিশনেরও, ভোট দিয়ে প্রতিক্রিয়া মীনাক্ষীর

অভিযোগ, আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’র অভিযোগ, আজ সকালে তিনি একটি মন্দিরে যান এবং সেখানে উপস্থিত বেশ কয়েকজন দুস্থ মহিলাকে তিনি টাকা দেন৷ তাঁদের থেকে আশীর্বাদও চান সায়ন্তিকা৷ এই কাজ করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন তিনি৷  পাশাপাশি বিভিন্ন বুথে গিয়েও তিনি মানুষের থেকে আশীর্বাদ চাইছেন৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের অফিসারদের জানানো হয়েছে বলেও খবর৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে রহস্য মৃত্যু বিজেপি কর্মীর, উদ্ধার ঝুলন্ত দেহ

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, আজকের দিনেও উনি প্রচার করছেন৷ কাউকে টাকা দিচ্ছেন৷ কাউকে হাতজোড় করে বলছেন, আশীর্বাদ দেবেন৷ এতদিন উনি কী করছিলেন? অনেক দিন আগেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ আজকে কেন তাঁকে জনগণের কাছে যেতে হচ্ছে? এটা কোনও ভাবেই করা যায় না৷ এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে৷ তাঁর কথায়, যিনি নির্বাচন বিধিটাই জানেন না, তিনি কী ভাবে নির্বাচনে লড়াই করবেন?   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =