নন্দীগ্রামে রহস্য মৃত্যু বিজেপি কর্মীর, উদ্ধার ঝুলন্ত দেহ

নন্দীগ্রামে রহস্য মৃত্যু বিজেপি কর্মীর, উদ্ধার ঝুলন্ত দেহ

 

নন্দীগ্রাম: রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। প্রথম থেকেই শিরোনামে পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালেই সেখানে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরাই তার আত্মহত্যার জন্য দায়ী।

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম প্রধান কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তারই একসময়ের সহকর্মী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রয়েছেন সিপিআইএমের তরুণ প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। সব মিলিয়ে উত্তপ্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালেই নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী। তবে পরিবারের দাবি, “বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। বিজেপির হয়ে মিটিং-মিছিলে যেতেন। তবে গত কয়েকদিন ধরে তৃণমূলের লোকেরা তাকে হুমকি দিচ্ছিলেন। ভোটের সময় তাকে বুথে যেতে বারণ করা হচ্ছিল।” নিকটাত্মীয়দের দাবি এই প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী। যদিও এখনও তার পরিচয় নিয়ে সেরকম কিছু জানা যায়নি। গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 9 =