যথাযথ কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, দায়িত্বে শিথিলতা কমিশনেরও, ভোট দিয়ে প্রতিক্রিয়া মীনাক্ষীর

যথাযথ কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, দায়িত্বে শিথিলতা কমিশনেরও, ভোট দিয়ে প্রতিক্রিয়া মীনাক্ষীর

নন্দীগ্রাম:  হাইভোল্টেজ নন্দীগ্রামে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ের মাঝেই উজ্জ্বল উপস্থিতি সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের৷ এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন তিনি৷ কথা বলছেন ভোটারদের সঙ্গেও৷ তারই মাঝে নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিলেন মীনাক্ষী৷ 

আরও পড়ুন-  নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, গেরুয়া সন্ত্রাসের মুখে তৃণমূল!

ভোট দেওয়ার পর মীনাক্ষী বলেন, সকাল থেকে যে সকল বুথে গিয়েছে তাতে মনে হয়েছেন পরিস্থিতি এখনও পর্যন্ত মোটের উপর স্বাভাবিক৷ তবে এর মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে ভোটারদের৷ বুথ করা হয়েছে৷ কিন্তু দু’জন মহিলা পুলিশ কীভাবে আলাদা আলাদা দাঁড়াবেন তাঁর ব্যবস্থা নেই৷ এক জায়গায় এমন ভাবে ইভিএম রাখা হয়েছে যে বাইরের দরজা থেকেও তা দেখা যাচ্ছে৷ বিভিন্ন জায়গায় বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত রয়েছে৷ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের দায়িত্বে শিথিলতা রয়েছে৷ তাদের আরও দায়িত্বপূর্ণ হওয়া উচিত ছিল৷ তবে এজেন্ট নিয়ে কোনও সমস্য নেই বলেই জানান মীনাক্ষী৷ তিনি বলেন, এখনও পর্যন্ত প্রায় প্রতিটি বুথেই তাঁদের এজেন্ট রয়েছে৷ তবে মীনাক্ষীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে না৷ তিনি বলেন, রাস্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে৷ কিন্তু দুর্গাপুরে দেখা গিয়েছে ১০০ মিটার নয়, ২০-২৫ মিটারের মধ্যে কর্মীরা জামায়েত করেছে৷ সেখানে কেন্দ্রীয় বাহিনী যথাযথ কাজ করছে না৷ 

আরও পড়ুন- তৃণমূলের স্ট্রং বুথে EVM- এ গন্ডোগোল, ভোট বানচালের চক্রান্ত, অভিযোগ ক্ষুব্ধ সায়ন্তিকার

বামেদের অভিযোগ ছিল গত ১০ বছর এখানকার মানুষ ভোট দেয়নি৷ তবে আজ প্রচুর মানুষ এখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন৷ এ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, কিছুটা পরিবর্তন হয়েছে৷ মানুষ এতদিন ভোট দিতে আসতে পারেননি৷ বারেবারে অভিযোগ করে মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত করা গিয়েছে৷ মানুষ ভোট দিতে এসেছেন৷ মানুষ যাতে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রাখছেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =